কলকাতা

জলে-ডাঙায় লড়াইয়ের ফাঁকে সুন্দরবনে মাকরি নদীতে ডিঙি ‘বাইচ’ প্রতিযোগিতা

সংবাদদাতা, বারুইপুর: দীর্ঘ ২৯ বছর ধরে সুন্দরবনের মৈপীঠে মাকরি নদীতে অনুষ্ঠিত হচ্ছে ডিঙি বাইচ প্রতিযোগিতা। পূর্ব গুড়গুড়িয়ার চৌরঙ্গি বটতলা কালীপুজো কমিটি এর আয়োজক। গ্রামের যেসব মহিলা ও পুরুষ মৎস্যজীবী এতে অংশ নিয়েছিলেন, তাঁদের সম্মানিতও করা হয়। শনিবার ও রবিবার এই বাইচ প্রতিযোগিতা দেখতে দূরদূরান্ত থেকে আসা মানুষের ঢল নেমেছিল। নিরাপত্তায় ব্যবস্থা দেখতে মোতায়েন ছিল মৈপীঠ উপকূল থানার পুলিস।
গুড়গুড়িয়া-ভুবনেশ্বরী পঞ্চায়েত এলাকায় নদীর কাছে সুন্দরবনের জঙ্গল। প্রায় সময়েই বাঘ চলে আসে লোকালয়ের দিকে। চলতি বছরেই বাঘ জঙ্গল থেকে বেরিয়ে চলে এসেছিল এখানে। একপ্রকার ডাঙায় বাঘের সঙ্গে লড়াই করে, আর নদীতে মাছ-কাঁকড়া ধরে জীবিকা চলে এই এলাকার মানুষদের। এই মৎস্যজীবী মানুষদের আনন্দ দিতেই দু’দিন ধরে হয়ে গেল বাইচ প্রতিযোগিতা। হিন্দু, মুসলিম থেকে সকল সম্প্রদায়ের মৎস্যজীবীরাই এই বাইচ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন।
আয়োজকদের পক্ষে স্বপন মাইতি বলেন, আমাদের এলাকায় সম্প্রীতির বার্তা দেয় এই প্রতিযোগিতা। রোজ নদীতে মাছ-কাঁকড়া ধরে যাঁদের জীবন জীবিকা চলে, তাঁরাই উৎসাহের সঙ্গে চলে আসেন ডিঙি নিয়ে। আটজন মহিলা ও ১৬ জন পুরুষ এতে অংশ নিয়েছিলেন। মহিলা বিভাগে টুম্পা দলুই ও পুরুষ বিভাগে ইসমাইল মোল্লা বিজয়ী হন। সব প্রতিযোগীকেই ৫০০ টাকা করে দেওয়া হয় অংশ নেওয়ার জন্য। নদীর পাড়ে দাঁড়িয়ে এই  প্রতিযোগিতাকে মোবাইলের ক্যামেরা-বন্দি করে রাখতে প্রচুর মানুষ হাজির 
হয়। - নিজস্ব চিত্র
1d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চতর বৃত্তিমূলক শিক্ষা লাভের জন্য নামী স্বদেশি বা বিদেশি প্রতিষ্ঠানে সুযোগ পেতে পারেন। অর্থকর্মে উন্নতি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.৪১ টাকা১১১.১৯ টাকা
ইউরো৮৯.৯৮ টাকা৯৩.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা