কলকাতা

১৬ নম্বর জাতীয় সড়কে ২ গাড়ির সংঘর্ষে মৃত্যু উল্টোডাঙার যুবকের

সংবাদদাতা, উলুবেড়িয়া: দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল একজনের। আহত আরও চার। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে, ১৬ নং জাতীয় সড়কে বাগনান থানার তামুনতলায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম অর্ঘ্য সাহা (২৩)। বাড়ি কলকাতার উল্টোডাঙা মেন রোড এলাকায়। বাগনান থানার পুলিস মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে পাঠিয়েছে।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলে একটি চারচাকার গাড়ি দ্রুতগতিতে কলকাতার দিক থেকে কোলাঘাটের দিকে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী এদিন বিকেল ৪টে নাগাদ তামুনতলার কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ডিভাইডার টপকে কলকাতামুখী লেনে চলে যায়। তখন ওড়িশার বালাসোর থেকে কলকাতা অভিমুখে যাওয়া অন্য একটি প্রাইভেট গাড়ির সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। দু’টি গাড়িই দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পুলিস আহতদের উদ্ধার করে বাগনান গ্রামীণ হাসপাতালে গিয়ে গেলে চিকিৎসক কোলাঘাট অভিমুখে যাওয়া গাড়ির চালক অর্ঘ্য সাহাকে মৃত বলে ঘোষণা করেন। পরে আহত চারজনের অবস্থার অবনতি হওয়ায় তাঁদের উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।
হাওড়া গ্রামীণ জেলা পুলিসের এক কর্তা জানান, কোলাঘাট অভিমুখে যাওয়া গাড়িটিতে দু’জন এবং কলকাতা অভিমুখে যাওয়া গাড়িটিতে তিনজন যাত্রী ছিলেন। আমাদের প্রাথমিক অনুমান কোলাঘাট অভিমুখে যাওয়া গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা। পুলিস দু’টি গাড়িকেই আটক করেছে। 
1d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চতর বৃত্তিমূলক শিক্ষা লাভের জন্য নামী স্বদেশি বা বিদেশি প্রতিষ্ঠানে সুযোগ পেতে পারেন। অর্থকর্মে উন্নতি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.৪১ টাকা১১১.১৯ টাকা
ইউরো৮৯.৯৮ টাকা৯৩.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা