কলকাতা

মগরায় নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার প্রতিবেশী

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: এক নাবালিকাকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মগরার দিগসুই-হোয়েরা পঞ্চায়েত এলাকায়। শনিবারের ওই ঘটনায় পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। নির্যাতিতা ওই প্রতিবেশী যুবককে কাকা বলে সম্বোধন করে। ঘটনার জেরে গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এই ঘটনার প্রতিবাদে রবিবার বিজেপি নেতৃত্ব স্থানীয় তালাণ্ডু মোড়ে বিক্ষোভ দেখায়। এলাকার বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী গ্রামে গিয়েছিলেন। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। গুরুতর অসুস্থ ওই নাবালিকাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার আগামী বছরে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা।
হুগলি গ্রামীণ পুলিস জানিয়েছে, শনিবার রাতে সুরজিৎ রুইদাস নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর সে পালিয়ে গিয়েছিল। তালাণ্ডু স্টেশন থেকে ওইদিনই গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারা ও পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী বলেন, ওই যুবকের অপরাধ প্রমাণ হলে তাকে নির্মম সাজা দেওয়া উচিত। অভিযুক্তের পরিবারের দাবি, সুরজিৎকে ফাঁসানো হয়েছে। 
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে। অভিযুক্ত যুবক এলাকায় নেশাগ্রস্ত, বাউন্ডুলে হিসেবে পরিচিত। সে ওই নাবালিকার পাশের বাড়িতে থাকে। নাবালিকার বাবা লরিচালক ও মা পরিচারিকার কাজ করেন। পাশাপাশি বাড়ি হওয়ায় দুই পরিবারের মধ্যে যোগাযোগ ছিল। সেই সূত্রে সুরজিৎকে কাকা বলে ডাকত নাবালিকা। অভিযোগ, শনিবার দুপুরে নাবালিকাকে বাড়িতে একা পেয়ে ওই যুবক তাকে ধর্ষণ করে। তারপর তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়। নাবালিকার বাবা তখন পাশেই কালীপুজোর মণ্ডপে গিয়েছিলেন। নাবালিকার ভাইয়ের কাছ থেকে খবর পেয়ে তিনি ছুটে আসেন। দ্রুত নাবালিকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মেয়ের কাছে সব ঘটনা শুনে রাতে তার মা থানায় অভিযোগ দায়ের করেন। রাতেই তালাণ্ডু স্টেশন থেকে পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে।
1d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চতর বৃত্তিমূলক শিক্ষা লাভের জন্য নামী স্বদেশি বা বিদেশি প্রতিষ্ঠানে সুযোগ পেতে পারেন। অর্থকর্মে উন্নতি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.৪১ টাকা১১১.১৯ টাকা
ইউরো৮৯.৯৮ টাকা৯৩.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা