বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

ডাক্তারদের ‘পাওয়ার গেমে’ শেষ হাসি কি নরমপন্থীদেরই

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুখ্যসচিবের বৈঠকী চিঠি ততক্ষণে এসে গিয়েছে। নেতাদের একদল যখন ফুরফুরে মেজাজে! তখন অন্যদলের চোখেমুখে চাপা টেনশন। এতদিনে গরম গরম বক্তব্য রাখা কিছু আন্দোলনকারীর রাজনৈতিক পরিচয় চাপা থাকেনি। তাঁদের অনেকের মধ্যেই চাপা টেনশন দেখা গেল। কে কে নেই সেখানে? পিডিএসএফ, ডিএসও, এসএফআই সকলেই আছেন। কেউ কেউ আগ বাড়িয়ে দাবি করলেন, তৃণমূলও আছে। আপাতদৃষ্টিতে আন্দোলনকারীদের মধ্যে নরম এবং চরমপন্থীদের ফাটল লক্ষ্য করা গিয়েছে। তার মধ্যেই কখনও একসঙ্গে আবার কখনও দুই পন্থীর নেতারা নিজেদের মধ্যে স্ট্রাটেজি ঝালিয়ে নিলেন। জিবি কখন? প্রশ্নের উত্তরে আন্দোলনকারী চিকিত্সক দেবাশিস হালদার বললেন, ‘এই তো শুরু হয়ে যাবে। আমাদের এখানে সবপক্ষ রয়েছে। রাজনৈতিক পরিচয় নিয়ে ভেদাভেদ করে লাভ হবে না।’
জিবি শুরুর আগে ‘পাওয়ার গেম’-এর প্রথম শর্ত, কারও কাছে মোবাইল থাকবে না। স্বাস্থ্যভবনের সামনেই একটি জলের ট্যাঙ্ক। আন্দোলনকারীদের জেনারেল বডি মিটিং বসে ওখানেই। সোমবার সেই জায়গায় নিশ্ছিদ্র নিরাপত্তা। আন্দোলনকারী চিকিত্সকরাই তৈরি করেছেন মানব প্রাচীর। কাউকে সেখানে ঢুকতে দেওয়া যাবে না। প্রায় ঘণ্টাখানেক চলল প্রথম পর্যায়ের বৈঠক। মাঝে মধ্যে ভেসে এল চিত্কার। ‘পাওয়ার গেম’-এর খেলোয়াড়রা ওই বৈঠকেও বসলেন পছন্দসই সহযোদ্ধাদের সঙ্গেই। এবার ব্রেক! নরমপন্থীরা যেন একটু বেশি ফুরফুরে। চায়ে চুমুক দিলেন তাঁরা। আর চরমপন্থীদের চেহারা যেন বদলাচ্ছে। ফুটে উঠছে টেনশন। কী সিদ্ধান্ত হল? কেউ বলে গেলেন, ‘আমরা যাচ্ছি’। শর্ত? ‘একই’। ওই ব্রেকেই দেখা গেল, নিজেদের দলগত সহযোদ্ধাদের সঙ্গে ইতিউতি জটলা। নিজেদের মধ্যে কথা বলে নিচ্ছিলেন তাঁরা। বৃহত্তর পূর্ণাঙ্গ জিবির মাঝেও চলছিল টুকরো টুকরো বিচ্ছিন্ন ‘জিবি’। তবে তো সবই মিটে গেল। বৈঠক হচ্ছে। তার মানে লাইভ স্ট্রিমিংয়ের দাবিও ব্যাকফুটে। চিঠিতে তিনটি দাবিই ‘অথবা’ করে দেওয়া হয়েছে। 
ব্রেকের পর আবার জিবি। মেইল চালাচালির পরেও আবার মেইলের খবর! তবে কি চরমপন্থীরা শেষ খেলা খেললেন? একেবারে মানববন্ধন করে ডাক্তাররা জিবি থেকে বেরিয়ে আসছেন। স্টেনোগ্রাফার নিয়ে যাওয়ার শেষ দাবি। সে দাবি যাই থাক! বৈঠক আর আটকানো গেল না। আন্দোলনকারীদের কি কেউ বুদ্ধি দেন? আপাতদৃষ্টিতে অনেকেরই তা মনে হয়েছে। এক বাম সংগঠনের সিনিয়র চিকিত্সকের কথায়, ‘মতাদর্শগত পার্থক্য তো থাকতেই পারে। কিন্তু আন্দোলনের মঞ্চে দলীয় রাজনীতির প্রভাব থাকবে না, এভাবেই তৈরি হয়েছে। আমরা তো প্রাক্তনী হিসেবে সহযোগিতা করছি। সমগ্র ডাক্তার সমাজই করছে।’   তবে কেউ কেউ অস্পষ্টভাবে স্বীকারও করলেন, যা হোক একটা কিছু করতেই হবে, মঙ্গলবার যে সুপ্রিম কোর্ট বসছে। 
স্বাস্থ্যভবনের বাইরের রাস্তায় আঁকা হয়েছে দুর্গার মুখ। সোমবার তোলা নিজস্ব চিত্র।
4Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

জলপথ পরিবহণ কর্মে বিশেষ শুভ। হস্তশিল্পী, হিসাব-শাস্ত্রবিদ প্রমুখের কর্মে উন্নতি ও সুনাম। মানসিক অস্থিরতা থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৮ টাকা৮৭.৬২ টাকা
পাউন্ড১০৬.০৭ টাকা১০৯.৮১ টাকা
ইউরো৮৮.১৬ টাকা৯১.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা