বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

ছেলের ডায়ালেসিস চলছে, ভ্যানে সব্জি বিক্রি করে লড়াই চালাচ্ছেন তুফা

সংবাদদাতা, বারুইপুর: বড় ছেলে কিডনির সমস্যায় ভুগছে। সপ্তাহে তিনদিন হাসপাতালে ডায়ালেসিস চলে। স্বামীও অসুস্থ। লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন বটে, তবে আবাস যোজনায় বাড়ি এখনও জোটেনি। তাই থাকতে হয় মাটির ভাঙা ঘরেই। এর মধ্যে ছোট ছেলের পড়াশোনার খরচ চালাতে হিমশিম খাওয়ার মতো অবস্থা বারুইপুরের বধূ তুফা নস্করের। সংসার চালাতে ভ্যানে সব্জি বোঝাই করে তা বিক্রির জন্য বারুইপুরের শহর থেকে গ্রামে ঘুরে বেড়ান। কম দামে টাটকা সব্জি নেওয়ার জন্য তুফার ভ্যানের সামনে ভিড় জমান পাড়ার বধূরা। তুফার একটাই আর্জি, ঘর তো আর পেলাম না। একটু দেখবেন, বড় ছেলের চিকিৎসা যেন চালাতে পারি। আর ছোট ছেলের বই কেনার পয়সা যেন জোগাড় করতে পারি।
বারুইপুরের শিখরবালি ১ পঞ্চায়েত এলাকার উত্তর শাসন সাতালি মাঠ সংলগ্ন এলাকার বাসিন্দা তুফা। দুই ছেলে, স্বামী নিয়ে তাঁর সংসার। কিন্তু রয়েছে প্রচুর সমস্যা। এর মধ্যেও হার না মানা জেদ নিয়ে রোজ সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্যানে করে সব্জি বিক্রি করতে ছোটেন তুফা। তিনি বলেন, বাজার থেকে সব্জি কিনে তারপর বেরই। বড় ছেলে সত্যজিতের দু’টি কিডনিই খারাপ। দুই বছর ধরে হাসপাতালে সপ্তাহে তিনদিন করে ডায়ালেসিস চলছে। কোমরে চোট লাগায় স্বামীও অসুস্থ দীর্ঘদিন। ছোট ছেলে সূর্য বারুইপুর হাই স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। কিন্তু অর্থের অভাবে পড়ার বই কিনে দিতে পারিনি। কোনওরকমে সংসার চালাতে ভ্যানে করে সব্জি বিক্রি করি।
তুফাদেবী আরও বলেন, লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছি বলে উপকার হয়েছে। কিন্তু বাড়ির অবস্থা খারাপ। যে কোনও দিন সেটি ভেঙে পড়বে। খুব কষ্টের মধ্যে বাস করতে হচ্ছে। পঞ্চায়েত থেকে বাড়ির ছবি তুলে নিয়ে গেলেও কাজ হয়নি। আমাদের অবস্থা নিয়ে পঞ্চায়েত সদস্যকে জানিয়েওছিলাম। কিন্তু কেউ দেখেননি। - নিজস্ব চিত্র
8h 8m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

জলপথ পরিবহণ কর্মে বিশেষ শুভ। হস্তশিল্পী, হিসাব-শাস্ত্রবিদ প্রমুখের কর্মে উন্নতি ও সুনাম। মানসিক অস্থিরতা থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৮ টাকা৮৭.৬২ টাকা
পাউন্ড১০৬.০৭ টাকা১০৯.৮১ টাকা
ইউরো৮৮.১৬ টাকা৯১.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা