বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

পড়ে থেকে নষ্ট হচ্ছে সবুজসাথী প্রকল্পের সাইকেল, বাড়ছে ক্ষোভ

সংবাদদাতা, বারুইপুর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষার্থীদের জন্য সবুজসাথী প্রকল্পের মাধ্যমে সাইকেল প্রদান চালু করেছেন। যাতায়াতের সমস্যার কারণে শিক্ষার্থীরা যাতে স্কুলছুট না হয়, সেটাই এর মূল লক্ষ্য। কিন্তু বারুইপুরে ধপধপি হাই স্কুলে একটি ক্লাসঘরে দিনের পর দিন সবুজসাথীর সাইকেল পড়ে থেকে নষ্ট হচ্ছে। অধিকাংশ সাইকেলই পড়ে রয়েছে ভাঙাচোরা অবস্থায়। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা থেকে অভিভাবকরা এই ব্যাপারে স্কুল কর্তৃপক্ষের গাফিলতিকেই দায়ী করেছেন।
এই ব্যাপারে প্রধান শিক্ষক কল্যাণ পান্ডে বলেন, সাইকেল নষ্ট হয়নি। অনেক পড়ুয়া স্কুলে না আসায় সমস্যা হয়েছিল। এই ব্যাপারে আগেই বারুইপুর ব্লক প্রশাসনকেও জানানো হয়েছিল। বারুইপুর দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক কৃষ্ণেন্দু ঘোষ বলেন, বিষয়টি দেখছি।   
বারুইপুর ব্লকের ধপধপি ২ নম্বর পঞ্চায়েতের মধ্যে এই স্কুল। স্কুলের ছাত্রছাত্রী সংখ্যা ২২০০ এর মতো। শিক্ষক-শিক্ষিকা আছেন ৪৮ জন। এই পঞ্চায়েত এলাকার মদনপুর, গোপালপুর, আলিপুর, শেরপুর, ওলবেড়ে এলাকা সহ ধপধপি ১ নম্বর পঞ্চায়েতের কুমোরহাট থেকেও পড়ুয়ারা এই স্কুলে আসে। নবম থেকে দশম শ্রেণির ছাত্রছাত্রীরা এই সাইকেল পেয়ে থাকে। স্কুলে গিয়ে দেখা গেল, স্কুলের ২৩ নম্বর ক্লাসঘরে ডাই করে রেখে দেওয়া হয়েছে সবুজসাথী প্রকল্পের সাইকেল। অধিকাংশ সাইকেলই ভাঙা পড়ে আছে।
স্কুলের এক কর্মী বলেন, কয়েক হাজার সাইকেল পড়ে পড়ে নষ্ট হচ্ছে। এই বছরের অনেক মাধ্যমিক পড়ুয়া সাইকেলই পায়নি। এক অভিভাবক বলেন, এই চলতি বছরে এখনও স্কুল থেকে সাইকেল দেওয়া হয়নি পড়ুয়াদের। ২০২৪ সালের প্রথম দিকে একবার সাইকেল দেওয়া হয়েছিল। এই নিয়ে স্কুল কর্তৃপক্ষকে বারংবার জানানো হলেও কাজ হয়নি। রাম ঘোষ নামে এক বাসিন্দা বলেন, বারুইপুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে ফুলতলা কিষান মান্ডিতে সাইকেল দেওয়া হচ্ছে। কিন্তু এই স্কুলে যে সাইকেল পড়ে নষ্ট হচ্ছে, সেই ব্যাপারে প্রশাসনের নজর নেই।
8h 8m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

জলপথ পরিবহণ কর্মে বিশেষ শুভ। হস্তশিল্পী, হিসাব-শাস্ত্রবিদ প্রমুখের কর্মে উন্নতি ও সুনাম। মানসিক অস্থিরতা থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৮ টাকা৮৭.৬২ টাকা
পাউন্ড১০৬.০৭ টাকা১০৯.৮১ টাকা
ইউরো৮৮.১৬ টাকা৯১.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা