বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

প্রবল ভিড় সত্ত্বেও কড়া নিরাপত্তায়  নির্বিঘ্নেই বাঁশবেড়িয়ার ‘শাহি স্নান’

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ভিড় প্রবল হলেও কড়া নিরাপত্তায় নির্বিঘ্নে শেষ হল মিনি কুম্ভের শাহি স্নান। বুধবার সকাল থেকে হাজার হাজার মানুষ বাঁশবেড়িয়ার সপ্তর্ষি ঘাটে পুণ্য স্নানের জন্য ভিড় করতে শুরু করেন। ছিল নাগা সহ অন্যান্য সাধুদের বিশাল ভিড়। তবে ছিল কড়া নিরাপত্তার ব্যবস্থা। এক সঙ্গে বহু পুণ্যার্থী যাতে ঘাটে যেতে না পারেন তার জন্য একাধিক ব্যারিকেড তৈরি করা হয়েছিল। ভিড়ের দাপটে একাধিকবার ব্যারিকেড ভেঙে পড়ার উপক্রম হলেও অপ্রীতিকর কোনও ঘটনা ঘটেনি। স্নান পর্বে সবথেকে বেশি ভিড়ের অনুমান করেছিল উদ্যোক্তা ও পুলিস। তবে শেষ পর্যন্ত সব নির্বিঘ্নে মিটে যাওয়ায় স্বস্তির শ্বাস তাঁদের। আজ, বৃহস্পতিবার কুম্ভ স্নান ও মেলার শেষ দিন।
এদিকে কুম্ভকে ঘিরে রাজনৈতিক তরজার আবহ তৈরি হয়। বুধবার হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় কুম্ভ স্নানে যোগ দিতে এসেছিলেন। যদিও তিনি পূর্ণস্নান করেননি। এ নিয়ে পরে কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। স্নান নিয়ে বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী বলেন, ‘প্রথম থেকেই আমাদের লক্ষ্য ছিল, পুণ্যার্থীদের প্রয়োজনীয় পরিষেবা প্রদান ও নিরাপত্তা নিশ্চিত করা। সেই কাজে আমরা সফল। নির্বিঘ্নে শাহি স্নান পর্ব মিটেছে। সাধুসন্ত থেকে অন্য পুণ্যার্থীরাও আয়োজনের প্রশংসা করেছেন।’ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি প্রয়াগ কুম্ভে স্নান করেছি। তাই মিনি কুম্ভে আর স্নান করিনি। আমাদের সরকার মানুষের ভাবাবেগকে সম্মান করে। বাঁশবেড়িয়াতে সুন্দর আয়োজন হয়েছে।’ প্রয়াগে তিনি গেরুয়া বসন পরেছিলেন। বাঁশবেড়িয়াতে এসেছিলেন সবুজে শাড়িতে। রচনাদেবীর দাবি, তিনি ‘কালার থেরাপি’ করেন। বুধবার সবুজ রং ব্যবহার করেন। এদিন কুম্ভ স্নানে এসেছিলেন বিজেপি রাজ্য সভাপতিও। তিনি বলেন, ‘প্রয়াগের কুম্ভ আয়োজনের প্রশংসা করে দলের কানমলা খেয়েছেন রচনা। তাই মিনি কুম্ভে স্নান করেননি।’ এর সঙ্গে সুকান্তের দাবি, ‘বাংলার সরকার ছদ্মহিন্দুদের সরকার।’
বুধবার ভোর থেকে একদিকে সাধুসন্ত অন্যদিকে সাধারণ পুণ্যার্থীদের ভিড় বাড়তে শুরু করে বাঁশবেড়িয়ার গঙ্গার ঘাটে। দুপুরের পরে সপ্তর্ষি ঘাট ভিড়ে থইথই। দুপুরে নির্ঘণ্ট মেনে পুণ্য শাহি স্নান শুরু হয়। তখন ঘাটে তিলধারণের জায়গা ছিল না। দুপুরের পর ব্যাপক হুড়োহুড়ি শুরু হয়েছিল। একাধিকবার পুলিসের নিরাপত্তাবলয় ভেঙে যায়। ভিড়ের চাপে কিছু ক্ষেত্রে পুণ্যার্থীরা সমস্যায় পড়লেও পুণ্য স্নান নির্বিঘ্নেই সম্পন্ন হয়। এদিন নগর পরিক্রমা, গঙ্গার ঘাটে বিশেষ পুজোপাঠ ও যজ্ঞের আয়োজন হয়েছিল। ঘাট থেকে স্নান সেরে সাধুদের আর্শীবাদ নিতে ব্যাপক ভিড় দেখা যায়। এর আগে একাধিকবার কুম্ভমেলাকে ঘিরে গঙ্গা দূষণের অভিযোগ উঠেছিল। এবার সেই অভিযোগ বিশেষ শোনা যায়নি। উল্টে পুণ্যার্থীরা প্রশংসা করেছেন। -নিজস্ব চিত্র
9h 9m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

জলপথ পরিবহণ কর্মে বিশেষ শুভ। হস্তশিল্পী, হিসাব-শাস্ত্রবিদ প্রমুখের কর্মে উন্নতি ও সুনাম। মানসিক অস্থিরতা থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৮ টাকা৮৭.৬২ টাকা
পাউন্ড১০৬.০৭ টাকা১০৯.৮১ টাকা
ইউরো৮৮.১৬ টাকা৯১.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা