বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

বিশ্বকর্মা পুজোর অতীত জৌলুস হারিয়েছে শিল্পাঞ্চল কল্যাণী

সংবাদদাতা, কল্যাণী: সেই রাম নেই। নেই সেই অযোধ্যাও। এককালের জমজমাট শিল্পাঞ্চল এখন শিল্পহীন। তাই শিল্পের দেবতা বিশ্বকর্মার আরাধনাতেও ভাটার টান শিল্পাঞ্চল কল্যাণীতে। আশির দশক পর্যন্ত কল্যাণী শিল্পাঞ্চলে ছোট-বড় মিলিয়ে প্রায় ছ’শো কারখানা ছিল। কারখানার সাইরেন শুনে ঘুম ভাঙত মানুষের। ছিল সাইকেল কর্পোরেশন, উড ইন্ডাস্ট্রি, স্পিনিং মিল, অ্যান্ড্রুইলের মত কারখানা। হাজার হাজার মানুষ কাজ করতেন সেখানে। সে সময় বিশ্বকর্মা পুজোর দশ দিন আগে থেকেই সাজ সাজ রব পড়ে যেত কল্যাণীতে। বড় পুজোগুলি চন্দননগর থেকে আনত চোখ ধাঁধানো আলোকসজ্জা। প্যান্ডেল ও প্রতিমা নিয়ে চলত জোর প্রতিযোগিতা। বিপুল বাজেট বরাদ্দ হতো। নামত মানুষের ঢল। পুজো উপলক্ষ্যে মেলা বসত। সার্কাসের তাঁবুও পড়ত কোথাও কোথাও। ‌সঙ্গে ছিল বিনা টিকিটে নামী দামি শিল্পীদের অনুষ্ঠান, যাত্রা দেখার সুযোগ। কব্জি ডুবিয়ে খাওয়ানোর আয়োজন। পুজোর উদ্বোধনে আসতেন বলিউডের নামকরা তারকারা। বিশ্বকর্মা পুজোর জন্য সারাবছর তখন মুখিয়ে থাকতেন কল্যাণী ও সংলগ্ন এলাকার বাসিন্দারা। 
মাত্র দু’দশকের ব্যবধানে বদলে গিয়েছে অতীতের সেই ছবি। একের পর এক কারখানা বন্ধ হয়েছে। বেকার হয়েছেন শ্রমিকরা। তাঁদের অনেকে এখন লটারি বা চায়ের দোকান দিয়েছেন। বা টোটো চালিয়ে সংসার চালান। এখন ছোট-বড় মিলিয়ে কল্যাণী শিল্পাঞ্চলে হাতে গোনা গুটিকয়েক মাত্র কারখানা রয়েছে। এর বেশিরভাগই বন্ধ হওয়ার দিন গুনছে। পাশাপাশি আছে কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা। ফলে বিশ্বকর্মা পুজোর সংখ্যা কমেছে। বাজেটেও পড়েছে কোপ। সাংস্কৃতিক অনুষ্ঠান, চোখ ধাঁধানো আলোকসজ্জা বা মেলা আর হয় না। অমিত প্রামাণিক নামে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের এক প্রাক্তন কর্মী বলেন, ‘আগে এত লোক বিশ্বকর্মা পুজো দেখতে বাইরে থেকে কল্যাণীতে আসতেন যে, রেলকে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করতে হতো। এখন সেসব অতীত মাত্র।’ তবে রাজ্য সরকার কল্যাণীর সেই পুরনো গরিমা ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে। বন্ধ কারখানা অধিগ্রহণ করে তৈরি হবে নতুন কারখানা। ক্ষুদ্র শিল্পের জন্যও জায়গা দেওয়ার কাজ শুরু হয়েছে বলে জানা গিয়েছে। তাই আশায় দিন গুনছেন কল্যাণীর মানুষ। তাঁরা চান বিশ্বকর্মা পুজো উপলক্ষ্যে ফের পুরনো দিনের জাঁকজমক ফিরে আসুক কল্যাণীতে।
4Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা