বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

সাত সমুদ্র-১৩ নদীর জল ও সাত পাহাড়ের মাটিতে মহাস্নান সারেন নিয়োগী বাড়ির দুর্গা

বিশ্বজিৎ মাইতি, বরানগর: জাপানি তাণ্ডবে তখন তটস্থ কলকাতা। আকাশ থেকে বোমা পড়ছে। বরানগর বারুই পাড়া লেনে প্রবল আতঙ্ক। তখন অভয়ধাত্রী হলেন দুর্গা। বোমারু বিমানের শব্দ শুনলে নিয়োগী বাড়ির দুর্গা দালানের গর্ভগৃহে আশ্রয় নিত সবাই। বোমা যেখানেই পড়ুক কোনওদিন গর্ভ গৃহ স্পর্শ করতে পারেনি। সকলের বিশ্বাস, দেবীর অপার কৃপায় কোনও বিপদ কোনওদিন ঘটেনি। নিয়োগী বাড়ির দুর্গা খুব জাগ্রত। অষ্টাদশীর বেশে মাঝেমধ্যে উপস্থিত হন মণ্ডপে। আচমকা কাউকে দেখা দেন। তারপর যান অদৃশ্য হয়ে। নিয়োগী বাড়ির পুজো এবার ১১০ বছরে পা দিল। বহু মানুষ দেবীর কাছে মানত করেন। তা পূরণ হওয়ায় পর পুজো দিতে দৌড়ে আসেন ভক্তরা।
বাংলা ১৩২১ সনে খগেন্দ্রনাথ নিয়োগী এক শরতে স্বপ্ন দেখেন, নৌকায় যাচ্ছেন। পাড়ে দাঁড়িয়ে এক অষ্টাদশী কিছু পোশাক চাইছে। তিনি একটি কাপড় এগিয়ে দিতে গেলেন। দেখলেন মাত্র দশ হাত দূরে দাঁড়িয়ে জগজ্জননী দুর্গা। এ ঘটনাকে দুর্গার আদেশ বলে ধরে নিয়ে খগেন্দ্রনাথ বাড়িতে শুরু করলেন পুজো। স্ত্রীর গহনা বন্ধক রেখে করলেন টাকা জোগাড়। তৈরি হল ৩০ ফুট লম্বা দুর্গামণ্ডপ। মণ্ডপের নীচে বিশালাকার গর্ভগৃহ হল। ভবিষ্যতে সে গর্ভগৃহ জাপানি বোমার হাত থেকে মানুষের প্রাণ বাঁচাবে। ১১০ বছর আগে সে মণ্ডপে শুরু হল পুজো। সেখানেই আজও হয়ে চলেছে। 
নিয়োগী বাড়িতে বলি দেওয়ার জন্য একটি সোনার হাতল লাগানো খড়্গ আছে। তা ঘিরে রয়েছে রোমহর্ষক একটি কাহিনি। খড়্গটি আসলে বর্ধমানের এক জমিদার বাড়ির। একবার জমিদার বাড়ির ব্রাহ্মণের উপর সন্দেহ করে জানতে চেয়েছিলেন ‘মায়ের প্রাণ প্রতিষ্ঠা আদৌ হয়েছে কি না।’ তা প্রমাণ করানোর হুকুমও দিয়েছিলেন। ক্ষিপ্ত ব্রাহ্মণ বলেছিলেন, ‘প্রমাণ দিচ্ছি। তবে মায়ের রক্ত বের করে প্রমাণ দেওয়ার পর তোমাদের বংশ নির্বংশ হবে।’ খড়্গ তুলে আঘাত করেছিলেন দেবীর পায়ে। গলগল করে রক্ত বেরিয়ে এসেছিল। বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিল সবাই। তারপর উত্তরাধিকার না থাকায় বাস্তবিকই পুজো বন্ধ হয়ে যায়। জানতে পেরে খগেন্দ্রনাথ খড়্গটি বর্ধমান থেকে আনান। তা দিয়ে নিয়োগী বাড়িতে এখনও বলি হয় চালকুমড়ো, আখ, কলা। 
দুর্গার ভোগে থাকে চালের নৈবিদ্য, লুচি, সুজি, বিভিন্ন রকমের ভাজা, রকমারি তরকারি, মিষ্টি ও ফল। দেবীর মহাস্নান সমাধা হয় রাজকীয়ভাবে। সাত সমুদ্র, ১৩ নদীর জল আসে। নিয়ে আসা হয় সাত পর্বতের মাটি। কৌশিকি অমবস্যায় ধরে রাখা বৃষ্টির জলে তা মিশিয়ে প্রস্তুত হয় মহাস্নানের বারি। চিত্র পরিচালক রণজয় নিয়োগী এই পরিবারের সদস্য। তিনি বলেন, ‘প্রতি মুহূর্তে দেবীর উপস্থিতি অনুভব করি আমরা। প্রচুর ভক্ত মানত পূরণ হওয়ায় মায়ের কাছে পুজোর সময় আসেন।’
4Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা