বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

মর্গে ছেলের মৃতদেহ দেখতে চাওয়ায় বাবা-মাকে মারধর, হেনস্তা পুলিসের

নিজস্ব প্রতিনিধি, বারাসত: পথ দুর্ঘটনায় মৃত ছাত্রের দেহ নিয়ে আসা হয় বারাসত মেডিক্যাল কলেজে। দেহটি পাঠানো হয়েছিল মর্গে। বারাসত হাসপাতালে গিয়ে ছেলের মৃতদেহ দেখতে চাওয়ায় বাবা-মা ও পরিবারের সদস্যদের হেনস্তার পাশাপাশি মারধরের অভিযোগ উঠল বারাসত থানার পুলিসের বিরুদ্ধে। যদিও মারধরের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে পুলিস।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সল্টলেকের স্কুল থেকে দমদমের বাড়িতে ফিরছিল একাদশের ছাত্র অঙ্গীকার দাশগুপ্ত। ছুটির পর সে মাকে ফোনও করেছিল। বলেছিল, বাড়ি ফিরছি। কিন্তু তার কিছুক্ষণ বাদে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় অঙ্গীকারের। পুলিস সূত্রে খবর, ভিআইপি রোডের সার্ভিস রোডে বাস থেকে নামার সময় পড়ে গিয়ে মৃত্যু হয় অঙ্গীকারের। তার ব্যাগেই স্কুলের পরিচয়পত্র ছিল। পুলিস পরিবারকে না জানিয়ে তড়িঘড়ি অঙ্গীকারকে নিয়ে আসে বারাসত হাসপাতালে। প্রায় একঘণ্টা পর ছেলের দুর্ঘটনার খবর পান পরিবারের লোকজন। ঘটনাস্থলে এসে তাঁরা জানতে পারেন, অঙ্গীকারকে নিয়ে যাওয়া হয়েছে বারাসত হাসপাতালে। তড়িঘড়ি তাঁরা চলে যান বারাসত হাসপাতালে। গিয়ে শোনেন, ছেলে মারা গিয়েছে। জরুরি বিভাগের চিকিৎসকের কাছে ছেলের দেহ দেখতে চান পরিবারের লোকজন। অভিযোগ, চিকিৎসক তাঁদের কোনও সহযোগিতা করেননি। বরং চিকিৎসায় ব্যাঘাত হওয়ার ‘অজুহাত’ দিয়ে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। এই নিয়ে দু’পক্ষের মধ্যে তর্কাতর্কিও। পরে ঘটনাস্থলে আসে বারাসত থানার পুলিস। অভিযোগ, মৃতদেহ দেখানো তো হয়নি, উল্টে হাসপাতালের পুলিস ক্যাম্পে নিয়ে গিয়ে সন্তানহারা মা-বাবা ও পরিবারের সদস্যদের হেনস্তা করেছে। এরপর অঙ্গীকারের মা ও বাবাকে বারাসত থানায় নিয়ে যাওয়া হয়। সেখানেও দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়। মৃতের মা কস্তুরী দাশগুপ্ত বলেন, হাসপাতালে ছেলের দেহ দেখতে চাওয়ায় পুলিস আমাদের হেনস্তা ও মারধর করেছে। আমরা ওই পুলিসকর্মীর শাস্তি চাই। ঘটনার তদন্ত দাবি করছি। এই নিয়ে বারাসত হাসপাতালের সুপার ডাঃ সুব্রত মণ্ডল বলেন, একাদশ শ্রেণির পড়ুয়াকে মৃত অবস্থায় হাসপাতালে আনে পুলিস। তারাই দেহটি হাসপাতালের মর্গে ঢুকিয়ে দেয়। পুলিসের অনুমতি ছাড়া কাউকেই মর্গে ঢুকতে দেওয়া হয় না। পরে পুলিসের সঙ্গে কী হয়েছে, তা জানি না। সেটি হাসপাতাল কর্তৃপক্ষের বিষয় নয়। এদিকে, বারাসত পুলিস জেলার সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া বলেন, হাসপাতালে একটা গণ্ডগোল হয়েছিল। হাসপাতালের সুপারের ফোন পেয়েই সাধারণ পোশাকের পুলিস গিয়েছিল। মৃতের পরিবারের লোকজন প্রথমে পুলিসকে ঠেলাঠেলি করেন। কোনও মারধরের ঘটনা ঘটেনি।
5Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা