খেলা

কমনওয়েলথ গেমসে একাধিক ইভেন্টে কাটছাঁট, ক্ষুব্ধ ভারত

লন্ডন: কমনওয়েলথ গেমস নিয়ে ধুন্ধুমার বিতর্ক শুরু। ২০২৬ সালে গ্লাসগো গেমসে থাকছে মাত্র ১০ টি ইভেন্ট। ক্রিকেট, হকি, শ্যুটিং, ব্যাডমিন্টন, কুস্তি, টেবিল টেনিসের মতো জনপ্রিয় ইভেন্ট বাদ। কেন এই সিদ্ধান্ত? শোনা যাচ্ছে, আর্থিক সমস্যা প্রধান কারণ। এর আগে কমনওয়েলথ গেমসের ভেন্যু হিসাবে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার নাম বাছা হয়। কিন্তু বিধি বাম। শেষ মুহূর্তে বেঁকে বসে তারা। অগত্যা গ্লাসগোর ভাগ্য শিকে ছেঁড়ে। ১২ বছর বাদে দায়িত্ব পেয়েছে স্কটল্যান্ডের বৃহত্তম শহর। অ্যাথলেটিকস, সাঁতার, নেট বল, ভারোত্তলন, আর্টিস্টিক জিমন্যাস্টিকস, জুডো, বাস্কেটবল, লন বল, বক্সিং ও ট্র্যাক সাইক্লিং অনুষ্ঠিত হবে। ছাঁটাইয়ের তালিকা আরও বেশি লম্বা। শুধু তাই নয়, খরচ বাঁচাতে গেমস ভিলেজের পরিবর্তে ক্রীড়াবিদ ও সাপোর্ট স্টাফেদের রাখা হবে হোটেলে। এই বিষয়ে কমনওয়েলথ গেমস ফেডারেশনের বিবৃতি, ‘লাফিয়ে লাফিয়ে খরচ বাড়ছে। ইভেন্ট কাটছাঁট করা ছাড়া কোনও উপায় নেই।’
২০২২ সালে মোট ইভেন্টের সংখ্যা ছিল ১৯। তা কমে দাঁড়াচ্ছে ১০। কমনওয়েলথ গেমসে ভারত বরাবরই নজরকাড়া পারফরম্যান্স উপহার দিয়েছে। চার বছর আগে ভারতের পদক সংখ্যা ছিল ৬১। এর মধ্যে সবচেয়ে বেশি পদক আসে কুস্তিতে। পাশাপাশি হকি, তিরন্দাজি, শ্যুটিং, ক্রিকেটের মতো ইভেন্টে ভারতীয় প্রতিযোগীরা পদক জয়ের অন্যতম দাবিদার। ফলে হতাশা স্বাভাবিক। ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং বলেছেন, ‘সত্যিই বড় ধাক্কা। গোটা বিষয়ে অত্যন্ত হতাশ। তবে মেনে নেওয়া ছাড়া আমাদের কিছুই করণীয় নেই।’হকি ইন্ডিয়ার সচিব ভোলানাথ সিং বলেছেন, ‘তীব্র প্রতিবাদ জানাই। অলিম্পিক সংস্থার বিষয়টি দেখা উচিত।’ টেবল টেনিস তারকা শরৎ কমল জানিয়েছেন, ‘সত্যিই ভাবা যাচ্ছে না। খেলার দুনিয়ায় এর প্রভাব পড়বে।’ দীপিকা পাল্লিকালের গলায় একরাশ হতাশা। স্কোয়াশ তারকা বলেছেন, ‘জঘন্য সিদ্ধান্ত। কমনওয়েলথ গেমস এক ধাক্কায় কয়েক পা পিছিয়ে গেল।’ চার বছর আগে বার্মিংহামে ২১০ সদস্যের বিশাল দল পাঠায় ভারত। নিশ্চিতভাবে তাতে কোপ পড়বে। প্রতিবাদ, ক্ষোভ বাড়ছে। তবে সিদ্ধান্ত পুর্নবিবেচনার কোনও আশ্বাস পাওয়া যায়নি।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোন শাখার পেশাদারি উচ্চশিক্ষায় শুভ দিন। বিশেষ কোনও কারণে ভ্রমণ পরিকল্পনায় বাধা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.৪১ টাকা১১১.১৯ টাকা
ইউরো৮৯.২৯ টাকা৯২.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা