বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

দলীপে নজরে রিঙ্কু, সরফরাজ ও শ্রেয়স

অনন্তপুর: শুভমান গিল, লোকেশ রাহুল, যশস্বী জয়সওয়াল, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদবের মতো ভারতীয় দলের ক্রিকেটাররা নেই। দলীপের দ্বিতীয় রাউন্ডে তাই তারকাদের ঝলমলানি অনেকটাই কম। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট স্কোয়াডে থাকা মাত্র একজন ক্রিকেটারকেই দেখা যাবে খেলতে। তিনি হলেন ভারত ‘বি’ দলের সরফরাজ খান। বৃহস্পতিবার অনন্তপুরে ঋতুরাজ গায়কোয়াড়ের ভারত ‘সি’ দলের মুখোমুখি হবেন সরফরাজরা। অভিমন্যু ঈশ্বরণের নেতৃত্বে দলীপের প্রথম রাউন্ডে ভারত ‘এ’ দলকে ৭৬ রানে হারিয়েছিলেন তাঁরা। অন্য ম্যাচে ‘সি’ দল ৪ উইকেটে জিতেছিল ‘ডি’ দলের বিরুদ্ধে। প্রথম রাউন্ডের দুই জয়ী দল ‘বি’ ও ‘সি’ মুখোমুখি হচ্ছে এবার। আর অন্য ম্যাচে নামছে ‘এ’ ও ‘ডি’ দল।
শুভমান গিল জাতীয় শিবিরে চলে যাওয়ায় ‘এ’ দলকে এই ম্যাচে নেতৃত্ব দেবেন ময়াঙ্ক আগরওয়াল। তাঁর দলেই রয়েছেন রিঙ্কু সিং। প্রথম রাউন্ডের ম্যাচে বিস্ময়জনকভাবে বাদ পড়েছিলেন এই বাঁ হাতি ব্যাটার। অথচ, প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর রেকর্ড রীতিমতো উজ্জ্বল। এছাড়া ‘এ’ দলে আছেন পেসার প্রসিদ্ধ কৃষ্ণ। চোট সারিয়ে ওঠার পর এটাই তাঁর কামব্যাক ম্যাচ। নির্বাচকদের নজর থাকবে ‘বি’ দলের অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর, পেসার মুকেশ কুমার ও নবদীপ সাইনি এবং ব্যাটার মুশির খানের দিকেও।  ভারত ‘সি’ দলের দুই ওপেনার ঋতুরাজ ও সাই সুদর্শন, মিডল অর্ডার ব্যাটার রজত পাতিদার, কিপার অভিষেক পোড়েল, স্পিনার মানব সুথারের দিকেও চোখ রয়েছে ক্রিকেটপ্রেমীদের। ভারতীয় টেস্ট দল থেকে বাদ পড়া শ্রেয়স আয়ার নেতৃত্ব দিচ্ছেন ‘ডি’ দলকে। সেই টিমে রয়েছেন দেবদূত পাদিক্কাল, সঞ্জু স্যামসন, অর্শদীপ সিংরা।
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা