বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

আনোয়ার ইস্যু: চুক্তি সইয়ের আগে আরও সতর্ক হোক ফুটবলাররা

সত্যজিৎ চ্যাটার্জি: সত্যমেব জয়তে। হাজার মিথ্যার অন্ধকারেও  যা অস্বীকার করা যায় না। আনোয়ার ইস্যুতে প্লেয়ার্স স্টেটাস কমিটির সিদ্ধান্তে আবারও প্রমাণিত। আমি প্রাক্তন ফুটবলার। না খেলার যন্ত্রণা হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারি। আনোয়ারের মানসিক অবস্থা সহজেই অনুমেয়। ব্যক্তিগত মত, আনোয়ারকে ভুল বোঝানো হয়েছে। ও পরিস্থিতির শিকার। যে কোনও চুক্তির বৈধতা থাকে। তাকে সম্মান জানানো উচিত। কোনও ক্লাব বা ফ্র্যাঞ্চাইজির চুক্তি ইচ্ছামতো এভাবে ভেঙে ফেলা যায় না।  আনোয়ার পার পেলে ওর মতো অনেকেই ঘুরপথে ফায়দা তুলতে চাইবে। তাহলে  ক্ষতিগ্রস্ত হবে গোটা সিস্টেম। ভারতীয় ফুটবলের স্বার্থেই কঠোর অবস্থান নিতে বাধ্য হয়েছে প্লেয়ার্স স্টেটাস কমিটি। স্পর্শকাতর ইস্যুতে সময় নিয়ে সবদিক বিবেচনা করেই তাঁরা রায় জানিয়েছেন। তাদের নজিরবিহীন সিদ্ধান্তকে স্বাগত জানাতেই হয়। 
দীর্ঘ কেরিয়ারে বহু পালাবদলের সাক্ষী। সাত কিংবা আটের দশকের দলবদল গড়ের মাঠের নস্টালজিয়া। ফুটবল ক্যাচারদের দাপাদাপি, সইয়ের আগে ফুটবলারকে নিজের ডেরায় লুকিয়ে রাখার মতো ঘটনা নিয়ে তৈরি হতো তীব্র হাইপ। পরবর্তীতে টোকেন সিস্টেম চালু হওয়ার পর দলবদলের সেই উন্মাদনায় আসতে আসতে ভাটা পড়ে। আইএসএল শুরুর পর ফুটবলার রিক্রুটের ক্ষেত্রেও আমূল পরিবর্তন এসেছে। পেশাদার ফুটবলারের নিজস্ব এজেন্ট রয়েছেন। সাধারণত চুক্তি সম্পর্কিত বিষয় তাঁরাই দেখভাল করেন। ফুটবলার ও ক্লাবের সম্পর্কের মূল ভিত্তিই হলো চুক্তি। এক্ষেত্রে আমার পরামর্শ, চুক্তির ক্ষেত্রে ফুটবলাররা আরও সচেতন হোক। সইয়ের আগে কাগজ খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। অন্য কারও কথায় প্রভাবিত হওয়ার বদলে নিজে সবটুকু বুঝে নেওয়া দরকার। প্রয়োজনে আইনজীবীর পরামর্শও নেওয়া যেতে পারে। মোদ্দা কথা, সবদিক থেকে নিশ্চিত হয়ে চুক্তি সই করা উচিত। মোহন বাগানের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি থাকা সত্ত্বেও আনোয়ারের তাড়াহুড়ো করা উচিত হয়নি। ও জাতীয় দলের অন্যতম সেরা ডিফেন্ডার। মাঠে হিমশীতল মস্তিষ্কে প্রতিপক্ষ স্ট্রাইকারদের সামাল দেয়। আনোয়ারের মতো পরিণত ফুটবলারের কাছে এমন ভুল প্রত্যাশিত নয়। ফুটবল কেরিয়ারে গুরুত্বপূর্ণ বাঁকের সামনে দাঁড়িয়ে আনোয়ার। সামনে লম্বা রাস্তা পড়ে রয়েছে। অহেতুক তাড়াহুড়োর প্রয়োজন ছিল না। মোহন বাগান দেশের অন্যতম সেরা দল। সবুজ-মেরুনের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি ভেঙে অনিশ্চয়তার পথে পা বাড়ানো কাম্য নয়। আমার অনুমান, অন্য কাউকে অন্ধ বিশ্বাস করে ভুগতে হচ্ছে আনোয়ারকে। 
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা