খেলা

আনোয়ার ইস্যুতে বিতর্ক অব্যাহত, নিজেদের ভুল ঢাকতেই শাস্তি দিল ফেডারেশন

বিকাশ পাঁজি: লজ্জা। বিশ্বাস করুন, আনোয়ার ইস্যুতে ফেডারেশনের রায় শোনার পর প্রাক্তন ফুটবলার হিসেবে লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। ফুটবলারের স্বার্থ দেখা সর্বভারতীয় ফুটবল সংস্থার কর্তব্য। অথচ তার উল্টো পথেই হাঁটছে তারা। ফুটবল হাউস রাজনীতির আখড়া। জাতীয় দল নিয়ে ন্যূনতম পরিকল্পনাও নেই। পিছতে পিছতে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে ভারতীয় দলের। সে সব নিয়ে নেই কোনও অনুশোচনা। বরং ঘোলা জলে মাছ ধরছেন ফেডারেশন কর্তারা। দ্বিধাহীন কণ্ঠে বলতে চাই, ফেডারেশনের গাফিলতিতেই আজ আনোয়ারের ভবিষ্যৎ অনিশ্চিত। নিজেদের ভুল ঢাকতে তারা শাস্তি দিল আনোয়ারকে।
শুনেছি,২০২২ সালে লোন ডিল নিয়ে নতুন নিয়ম চালু করেছে ফিফা। সেখানে পরিষ্কার বলা রয়েছে, এক  বছরের বেশি কোনও ফুটবলারের সঙ্গে লোন ডিল করা যাবে না।  ২০২৫ এর মধ্যে তা কার্যকরী করতে হবে সব দেশকে। আর এখানেই আসল টুইস্ট। দু’বছর আগেই ফিফা লোন ডিলের নিয়ম চালু করতে নির্দেশ দিয়েছে। অথচ আনোয়ারের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী চুক্তি হয়েছে ২০২৩ সালে।  সেই চুক্তি আবার ২০২৭ পর্যন্ত অনুমোদিত। এতেই প্রমাণিত ফেডারেশনের সিস্টেম একেবারেই ফোঁপরা। এক্ষেত্রে সংশ্লিষ্ট খেলোয়াড় কিংবা প্রতিষ্ঠানকে  জানানো হয়েছিল কিনা তা নিয়েও সন্দেহ। শুনেছি, আনোয়ার পার্মানেন্ট ডিল করার জন্য বারবার একটি ক্লাবকে অনুরোধ করে। কিন্তু অদৃশ্য কারণে সেই চুক্তি হয়নি। নিজের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে পার্মানেন্ট ডিল করতে চেয়ে আনোয়ার কোনও অপরাধ করেনি। ওর জায়গায় থাকলে আমিও একই পদক্ষেপ নিতাম। অথচ ফেডারেশন আনোয়ারকেই দোষী সাব্যস্ত করল। সর্বভারতীয় ফুটবল সংস্থাকে অনুরোধ, প্রহসন বন্ধ হোক। খেলার মাঠে রাজনীতি না করে খেলোয়াড়দের দিকে তাকান। সোশ্যাল সাইটে তীব্র সমালোচনার মুখে ফেডারেশন সভাপতি। উনি নির্দিষ্ট একটি ক্লাবের প্রতি পক্ষপাতিত্ব করছেন, তেমন অভিযোগও উঠছে। ক্রোট কোচ ইগর স্টিমাচও ওঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। সর্বভারতীয় ফুটবল সংস্থার সভাপতির ইমেজ এত ঠুনকো নয়। চেয়ারের মর্যাদা রাখা উচিত ওঁর। প্রাক্তন জাতীয় ফুটবলার হিসাবে ফেডারেশনের সভাপতিকে বলতে চাই, দেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা প্রয়োজন সেটাই করুন। তবে খেলোয়াড়দের কোনো ক্ষতি করবেন না। ফুটবলারের পা থেকে বল কেড়ে নেওয়া মোটেও কাম্য নয়।
29d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা