খেলা

আর্থিক পুরস্কার পাবেন শীতলরা

নয়াদিল্লি: প্যারিস প্যারালিম্পিকসে দুর্দান্ত সাফল্যের পুরস্কার পেতে চলেছেন ভারতীয় অ্যাথলিটরা। মঙ্গলবার সংবর্ধনা মঞ্চ থেকে পদক জয়ীদের আর্থিক পুরস্কারের ঘোষণা করলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য। পাশাপাশি, আগামী দিনে প্যারা অ্যাথলিটদের আরও সুযোগ সুবিধা দেওয়ার অঙ্গীকার করেন তিনি। উল্লেখ্য, সদ্যসমাপ্ত প্যারালিম্পিকসে ২৯টি পদক জিতেছে ভারত। এর মধ্যে রয়েছে সাতটি সোনা, ন’টি রুপো ও ১৩টি ব্রোঞ্জ। শীতল দেবীরা শেষ করেছেন ১৮ নম্বর স্থানে। 
মঙ্গলবার প্যারিস থেকে দেশে ফিরলেন অবনী লেখারারা। দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে তাঁদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ক্রীড়াপ্রেমীরা। ফুলের মালা পরিয়ে ও মিষ্টিমুখ করিয়ে বরণ করে নেওয়া হয় অ্যাথলিটদের। সাজানো ছিল বিশাল সংবর্ধনা মঞ্চও। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর উপস্থিতিতে নাকাড়ার আওয়াজের মধ্যে দিয়ে মঞ্চে ওঠেন শীতল দেবীরা। সেখানেই পুরস্কারের কথা ঘোষণা করেন ক্রীড়ামন্ত্রী। তিনি জানান, সোনাজয়ীরা ৭৫ লক্ষ, রুপোজয়ী অ্যাথলিটরা ৫০ লক্ষ ও ব্রোঞ্জ পদক প্রাপকরা পাবেন ৩০ লক্ষ টাকা করে। এছাড়া, যুগ্ম বিজয়ীদের প্রত্যেককে দেওয়া হবে সাড়ে ২২ লক্ষ টাকা। ক্রীড়ামন্ত্রী বলেন, ‘এবার আমাদের লক্ষ্য ২০২৮ লস এঞ্জেলস প্যারালিম্পিকস। আমার বিশ্বাস সেখানে ভারতের পদকের সংখ্যা আরও বাড়বে।’ উল্লেখ্য, তিন বছর আগে টোকিও প্যারালিম্পিকসে এসেছিল ১৯টি পদক। তার থেকে অবিশ্বাস্য উন্নতি ঘটেছে এবার। এমনকী, ওলিম্পিকসের তুলনায়  প্যারিস প্যারালিম্পিকসে সাফল্য অনেক বেশি ভারতীয়দের।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা