খেলা

আমাকে হতাশ করো না, শচীনকে বলেছিলেন সানি

নয়াদিল্লি: বড় হওয়ার দিনগুলোয় সুনীল গাভাসকরই ছিলেন শচীন তেন্ডুলকরের আইডল। সানির অবসরের পর ভারতীয় ক্রিকেটের মশাল আবার তিনিই বয়েছেন। ভক্তদের কাছে হয়ে উঠেছেন ‘গড অব ক্রিকেট’। শচীনের প্রতিভা অবশ্য অনেক আগেই ধরা পড়েছিল গাভাসকরের কাছে। কথায় আছে, জহুরি ঠিকই হীরে চেনেন। আর গাভাসকর যে তা চিনেছিলেন তা স্পষ্ট হয়ে উঠেছে বেশ কয়েক বছর আগের এক ভবিষ্যদ্বাণীতে।
পুরনো এক ভিডিও সম্প্রতি ভাইরাল হয়ে উঠেছে। তাতেই শচীনের উজ্জ্বল ভবিষ্যতের ব্যাপারে ভবিষ্যদ্বাণী করেছিলেন গাভাসকর। তিনি বলেছিলেন, ‘কেরিয়ারের শেষে শচীন যদি কমপক্ষে ১৫ হাজার রান আর ৪০টা টেস্ট সেঞ্চুরি না করে তবে প্রতিভার অপচয় ঘটবে। আমি নিজে তখন ওর গলা টিপে ধরব। এখন থেকে ২০ বছর পর অবশ্য আমার হাতে তেমন শক্তি থাকবে না। তাই ও হয়তো বেঁচে যাবে। তবে দায়িত্বটা অন্য কাউকে দিতেই পারি। সে আমার হয়ে কাজটা করবে। আসলে শচীনের এতটাই প্রতিভা যে এত রান আর সেঞ্চুরি করা উচিত।’ 
পাশেই বসে থাকা শচীন তখন হাসছেন। এরপর তাঁর দিকে ফিরে গাভাসকর বলে ওঠেন, ‘শচীন, আশা করি তুমি আমায় হতাশ করবে না। ভারতীয় ক্রিকেটকেও বঞ্চিত করবে না।’ জবাবে শচীন বলে ওঠেন, ‘আমি সেরা চেষ্টাটাই করব।’ কথা রেখেছেন তেন্ডুলকর। দীর্ঘ কেরিয়ারে তিনি রেকর্ড ২০০ টেস্ট ও ৪৬৩ টি ওডিআই খেলেন। টেস্টে তাঁর ৫১টি শতরানের নজির আজও অক্ষত। পাশাপাশি, টেস্টে তাঁর ১৫৯২১ রানও রেকর্ড।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা