বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

বিতর্ক সামলে ট্রফি জয় তৃপ্তি দিয়েছে সিনারকে

নিউ ইয়র্ক: মার্চে দু’বার ডোপ টেস্টে ধরা পড়েছিলেন জানিক সিনার। তবুও আশ্চর্যজনকভাবে শাস্তির কবলে পড়তে হয়নি তাঁকে। জারি হয়নি কোনও নিষেধাজ্ঞা। সেজন্য ২৩ বছর বয়সি ইতালীয় তারকাকে ‘ভাগ্যবান’ বলে চিহ্নিতও করেন অনেকে। তাঁর হাতেই উঠল ইউ এস ওপেনে পুরুষদের সিঙ্গলস ট্রফি। রবিবার রাতের ফাইনালে আমেরিকার টেলর ফ্রিৎজকে ৬-৩, ৬-৪, ৭-৫ স্ট্রেট সেটে হারিয়ে সিনার তাই আবেগপ্রবণ। কেরিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জেতার পর তিনি বলেছেন, ‘সাম্প্রতিক মাঠের বাইরের পরিস্থিতিকে যেভাবে সামলেছি তাতে আমি খুশি। ট্রফিটা হাতে ধরতে পারা রীতিমতো রোমাঞ্চকর অভিজ্ঞতা। মাঝেমধ্যেই ডোপ টেস্ট বিতর্কের কথা মাথায় ভিড় করছিল। তবে কোর্টে চেষ্টা করেছি ম্যাচে ফোকাস করায়। দক্ষতার সঙ্গে ওই পরিস্থিতি সামলেছি আমি।’
অনেকেরই প্রশ্ন, কেন ডোপ পরীক্ষায় ধরা পড়েও শাস্তি পেলেন না সিনার? তাঁর ব্যাখ্যা ছিল, ছোটখাটো একটা চোট সারাতে সাপোর্ট স্টাফ যে ওষুধ দেন, সেটাই খেয়েছিলেন তিনি। তাতে যে পেশির বৃদ্ধি ঘটে, সেটা জানা ছিল না। সত্যিটা স্বীকার করে নেওয়ায় খেলার অনুমতি দেওয়া হয় তাঁকে। আর তা নিয়েই শুরু বিতর্ক। প্রাক্তন খেলোয়াড়দের কেউ কেউ মুখ খোলেন পুরো পদ্ধতি নিয়েই। সিনার সেই সময়ের কথা তুলে ধরেছেন। তাঁর কথায়, ‘আমার বিরুদ্ধে অনেকেই সরব হয়েছিলেন। তবে এমনটা হয়েই থাকে। শুধু টেনিস কেন, অন্য খেলা বা অন্য পেশাতেও সমালোচনা হয়। সেক্ষেত্রে কিছুই করার থাকে না। কঠিন সময়ে আমি শুধু নিজের খেলায় ডুবে থাকার চেষ্টা করেছি। ইউ এস ওপেন জয় সেজন্যই অত্যন্ত গর্বের মুহূর্ত।’ প্রতিযোগিতার শুরুতে অবশ্য আত্মবিশ্বাসে কিছুটা হলেও চিড় ধরেছিল। ধীরে ধীরে মেজাজে ফেরেন সিনার। তাঁর কথায়, ‘আমায় যাঁরা চেনেন, তাঁরা বুঝেছিলেন কোথাও একটা সমস্যা হচ্ছে। তবে ইউ এস ওপেন চলাকালীন আত্মবিশ্বাস ফিরেছে। ফোকাস হারাইনি। প্রতিটা পয়েন্টের জন্য লড়েছি। আর তাতেই সাফল্য এসেছে।’
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা