বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

রোহিতদের আসল পরীক্ষা অস্ট্রেলিয়ায়: সৌরভ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ভারতে আসছে বাংলাদেশ। সেই কারণে টাইগার বাহিনীকে বাড়তি সমীহ করছেন ভারতীয় ক্রিকেটারদের একাংশ। তবে সৌরভ গাঙ্গুলি জানিয়ে দিলেন, টিম ইন্ডিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে মরিয়া লড়াই করলেও সিরিজ জেতা সম্ভব হবে না বাংলাদেশের পক্ষে। তাঁর যুক্তি, ‘রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল অন্য ধাতুতে তৈরি। বিশ্বের যেকোনও প্রান্তে জেতার ক্ষমতা রাখে। ঘরের মাঠে তো কথাই নেই! বাংলাদেশ টেস্ট ক্রিকেটে উন্নতি করছে। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জয়ের জন্য ওদের অভিনন্দন। তবে ভারতের যা ব্যাটিং ও বোলিং লাইন আপ, তার সঙ্গে ওদের পেরে ওঠা মুশকিল। আমার মতে, এই সিরিজ আসলে টিম ইন্ডিয়ার কাছে অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি। আসল লড়াই তো ডনের দেশে হবে। তারপর রয়েছে ইংল্যান্ড সফর। এই দু’টি সিরিজের দিকে বাড়তি নজর থাকবে ক্রিকেট বিশ্বের।’
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের দল নির্বাচন প্রসঙ্গে সৌরভ বলেন, ‘যথেষ্ট ভারসাম্য রয়েছে স্কোয়াডে। ব্যাটিংয়ে রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল, শুভমান গিল, ঋষভ পন্থ, যশস্বী জয়সওয়াল আছে। পেস বোলিংয়ে বুমরাহর সঙ্গে সিরাজ খেলবে। সামি ফিরলে আরও শক্তি বাড়বে। তবে আকাশ দীপ দুর্দান্ত বোলার। আমি একটু অবাক হয়েছি মুকেশ কুমার না থাকায়। তবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফরে ওকে হয়তো স্কোয়াডে রাখা হবে। কারণ, সে দুই দিকে বল মুভ করাতে পারে।’
স্পিন অস্ত্রেই যে বাংলাদেশকে ঘায়েল করার পরিকল্পনা রয়েছে ভারতের, তা দল নির্বাচনেই স্পষ্ট। একই বক্তব্য সৌরভেরও। তিনি বলেন, ‘চেন্নাইয়ে হবে প্রথম টেস্ট। টার্নিংয়ের পাশাপাশি বাউন্স থাকবে পিচে। তাই চারজন স্পেশালিস্ট স্পিনার রাখা হয়েছে দলে। জাদেজা, অশ্বিন, অক্ষরের সঙ্গে কুলদীপ। এত ভালো স্পিন অ্যাটাক এই মুহূর্তে খুব কম দলেরই আছে। তাছাড়া ওদের ব্যাটের হাতও মন্দ নয়।’
চোট সারিয়ে সীমিত ওভারের ক্রিকেটে আগেই ফিরেছিলেন ঋষভ পন্থ। এবার তাঁর প্রত্যাবর্তন হবে লাল বলের ক্রিকেটে। দিল্লি ক্যাপিটালসের উইকেটরক্ষক ব্যাটসম্যানকে দরাজ সার্টিফিকেট দিলেন মহারাজ। তিনি বলেন, ‘আমার মতে, টেস্ট ফরম্যাটে ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান ঋষভ পন্থ। ওর প্রত্যাবর্তনে আমি মোটেও বিস্মিত নই। বরং এটা প্রত্যাশিতই। চোট সারিয়ে ফিরে সীমিত ওভারের ক্রিকেটে ও দুর্দান্ত পারফর্ম করেছে। টি-২০ বিশ্বকাপেও ঋষভের পারফরম্যান্স ছিল সাড়া জাগানো। টেস্ট ক্রিকেটে যদি এই সাফল্য ধরে রাখতে পারে, তাহলে ভারতের সর্বকালের সেরাদের তালিকায় জায়গা করে নেবে অচিরেই।’
এদিকে, দিল্লি ক্যাপিটালসের কোচের দৌড়ে একটা সময় শোনা গিয়েছিল যুবরাজ সিংয়ের নাম। কিন্তু বিশেষ কারণে যুবির পক্ষে এখনই দায়িত্ব নেওয়া সম্ভব হচ্ছে না। তাই বিকল্প চিন্তাভাবনা চলছে বলে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন।
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা