বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

বিশাল কাইথের সঙ্গে লম্বা চুক্তি মোহন বাগানের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘ দ্য ওয়াল’। মোহন বাগান গোলপোস্টের নীচে দুর্ভেদ্য বিশাল কাইথ। বিপজ্জনক মুহূর্তে বারবার ত্রাতার ভূমিকায় অবতীর্ণ তিনি। টাই-ব্রেকারে পালতোলা নৌকোর বারংবার বাজিমাতের নেপথ্যে বিশালের চওড়া গ্লাভস। আইএসএলের আগেই অভিজ্ঞ গোলরক্ষকের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি সেরে নিল টিম ম্যানেজমেন্ট। ২০২৯ সাল পর্যন্ত সবুজ-মেরুন জার্সি পরেই খেলবেন তিনি। সরকারি ঘোষণার পর আপ্লুত বিশাল। তাঁর মন্তব্য, ‘ক্লাব বদলানোর কোনও ইচ্ছা ছিল না।  অবসর নিতে চাই মোহন বাগান থেকেই।’ রবিবার দুপুরে সোশ্যাল সাইটে লম্বা চুক্তির কথা ঘোষণা হতেই মুহূর্তে তা ভাইরাল। বুঝতে অসুবিধা হয় না, সবুজ-মেরুন সমর্থকদের নয়নের মণি তিনি। 
ক্লাব ফুটবলে দুরন্ত পারফরম্যান্স বিশালের। প্রশংসায় পঞ্চমুখ বিশেষজ্ঞরা। তবু জাতীয় দলে ব্রাত্য তিনি। ওঁকে ভারতীয় দলে ডাকার দাবি ক্রমশ তীব্র হচ্ছে। বিশাল এসব না ভেবে নিজেকে উজাড় করে দিতে চান। তিনি জানেন, দলে সুযোগ পাওয়া কঠিন। ধারাবাহিকতা বজায় রাখা আরও শক্ত।  নিজেকে আরও পরিমার্জিত করতে নিবিড় অনুশীলনে ডুবিয়ে রাখেন নিজেকে। গত দেড় বছরে  মোহন বাগান অনুশীলনে একদিনও কামাই নেই তাঁর। হিমাচলে প্রদেশের হোররু জেলা থেকে বিশালের উত্থান। গলি থেকে রাজপথে উত্তরণে ঝরাতে হয়েছে অনেক ঘাম, রক্ত। সাফল্য পাওয়া কতটা কঠিন তা হাড়ে হাড়ে জানেন তিনি। বাস্তবে পা রেখে এগিয়ে চলাই বিশালের লক্ষ্য। সবুজ-মেরুন দুর্গ প্রহরীর মন্তব্য, ‘গোলরক্ষকের কেরিয়ার বড়ই অদ্ভুত। একটা ভুল কেরিয়ার শেষ করার জন্য যথেষ্ট। সর্বদা নিজেকে তৈরি রাখতে হবে।’ সামনেই আইএসএল ছাড়াও এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-টু’এর কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে মোহন বাগানের সামনে। ঠাণ্ডা মাথায় নিজের দায়িত্ব পালন করতে তৈরি বিশাল কাইথ।
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা