খেলা

দুরন্ত প্রেসিং ফুটবলে চেনা মেজাজে জার্মানি

শিবাজী চক্রবর্তী, কলকাতা:  ‘ফুটবল খেলা খুবই সহজ। ৯০ মিনিট দু’দলের বাইশ জন ফুটবলার বল দখলের মরিয়া লড়াই চালায়। শেষ পর্যন্ত ম্যাচ জার্মানিই জেতে।’ ১৯৯০ বিশ্বকাপের সেমি-ফাইনালে পশ্চিম জার্মানির কাছে হেরে বিদায় নেওয়ার পর হতাশায় এমন মন্তব্য করেন ইংল্যান্ডের কিংবদন্তি স্ট্রাইকার গ্যারি লিনেকার। ইতিহাস সাক্ষী, মেগা মঞ্চে জার্মান ফুটবলারদের মরিয়া মানসিকতা পার্থক্য গড়ে দেয়। ইউরোর প্রথম ম্যাচে অ্যালায়েঞ্জ এরিনায় স্কটল্যান্ডকে ৫-১ গোলে দুরমুশ করে সমর্থকদের চাগিয়ে দিয়েছেন মুসিয়ালারা। রিৎজ, মুসিয়ালা, হাভার্টজের লক্ষ্যভেদে প্রথমার্ধেই তিন গোলের লিড নেয় জুলিয়ান নাগেলসম্যানের দল। এর মধ্যে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দেশের জার্সিতে সবচেয়ে কমবয়সী স্কোরার রিৎজ। এছাড়া অন্তিম লগ্নে  আরও দু’টি গোল করেন পরিবর্ত ফুলক্রুগ আর ক্যান। অন্য কোনও দল হলে তিন গোলের পরেই হয়তো গুটিয়ে নিত। জার্মানি প্রতিপক্ষকে শুইয়ে দিয়েও ক্লান্ত হয় না। বরং পাঞ্চব্যাগের মতো ক্রমাগত আক্রমণে বিধ্বস্ত করা তাদের ট্রেডমার্ক। ড্রেসিং-রুমের অদৃশ্য স্লোগান, বিপক্ষকে  গুঁড়িয়ে দাও। মাঠে নামার আগে মনস্ত্বাত্ত্বিক চাপে থাকে প্রতিপক্ষ। অ্যালায়েঞ্জ এরিনায় নিজেদের লক্ষ্যে সফল নাগেলসম্যানের জার্মানি। প্রথম ম্যাচের পরেই কিমিচ, ক্রুজ, ফ্লোরিয়ান রিৎজদের নিয়ে জোর চর্চা শুরু। হাই-প্রেসিং ফুটবলে মুগ্ধ বিশেষজ্ঞরা। ম্যাচে ৭৩ শতাংশ বল পজেশন ছিল জার্মানির। পরিসংখ্যান অনুযায়ী, ৬৮৩ টি পাস খেলেছে জার্মানি। অন্যদিকে প্রায় ঘুমিয়ে কাটিয়েছেন গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ের। রুডিগারের আত্মঘাতী গোল ছাড়া গোটা ম্যাচে জার্মানির গোলে একটিও শট নিতে ব্যর্থ স্কটরা। বিরতির আগে  ডিফেন্ডার পোর্তিউস লাল কার্ড দেখায় আরও চাপে পড়ে স্কটল্যান্ড।
ঘরের মাঠে ইউরো জিততে নাগেলসম্যান এবার মরিয়া। আসলে গত তিনটি বড় টুর্নামেন্টে ডাহা ফেল বেকেনবাওয়ার, গার্ড মুলারের দেশ। রাশিয়া ও কাতার বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২০২০ সালের ইউরোতেও  সঙ্গী ব্যর্থতা। অহংবোধ জার্মান ফুটবলের অলংকার। লজ্জার বিদায় সেখানেই ধাক্কা দিয়েছে। এবারের ইউরো তাই জার্মানির অ্যাসিড টেস্ট। মুসিয়ালা, রিৎজ, কিমিচ, সানে— এই  দল তাজা বারুদে ঠাসা। মাঝমাঠের ইঞ্জিন টনি ক্রুজ। প্রায় ১৪ বছর জার্মান দলে খেলেও তিনি অক্লান্ত। অবিশ্বাস্য ওয়ার্ক রেট, নিখুঁত সুইচিংয়ে তাঁর বিকল্প নেই। প্রতিটা পদক্ষেপে মনে করাচ্ছেন আরেক লেজেন্ড মাইকেল বালাককে। অনেকের ধারণা, ৩৪ বছর বয়সি ক্রুজের এটাই শেষ ইউরো। পড়ন্ত বেলায় শিরোপা জিততে দৃঢ়প্রতিজ্ঞ জার্মান যোদ্ধা। প্রথম ম্যাচের পর ক্রুজকে নিষ্প্রভ রাখার ফর্মুলা খুঁজতে ব্যস্ত বিপক্ষ ডাগ-আউট। সুইৎজারল্যান্ড আর হাঙ্গেরিকে টপকে জার্মানির পরের রাউন্ডে যাওয়া মোটেও শক্ত নয়। বরং নাগেলসম্যানের আসল পরীক্ষা শুরু নক-আউটে।
জার্মানি-৫                          :                  স্কটল্যান্ড-১
6d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সৃজনশীল কর্মে উন্নতি ও প্রশংসালাভ। অপ্রয়োজনীয় ব্যয় যোগ। আধ্যাত্মিক ভাবের বৃদ্ধি ও আত্মিক তৃপ্তি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭৭ টাকা৮৪.৫১ টাকা
পাউন্ড১০৪.১৬ টাকা১০৭.৬৩ টাকা
ইউরো৮৮.০৭ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা