খেলা

নেদারল্যান্ডসকে সহজে হারাল বাংলাদেশ

কিংসটাউন: কথায় আছে পুরানো চাল ভাতে বাড়ে। সাকিব আল হাসানের ক্ষেত্রে এই প্রবাদটি দারুণভাবেই খেটে গেল। বৃহস্পতিবার টি-২০ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সুপার এইটের দৌড়ে টিকে থাকার লক্ষ্যে মাঠে নামা বাংলাদেশের ত্রাতা হয়ে উঠলেন তিনি। তাঁর কাঁধে ভর দিয়েই প্রথমে ব্যাট করে বাংলাদেশ তোলে ৫ উইকেটে ১৫৯ রান। সিংহভাগ রানই এল সাকিবের ব্যাটে। বাঁ হাতি তারকা অলরাউন্ডার ৪৬ বলে ৬৪ রানে অপরাজিত থাকলেন। জবাবে ৮ উইকেটে ১৩৪ রানে আটকে যায় ডাচরা। ২৫ রানে জিতে পরের রাউন্ডের পথে এক পা বাড়িয়ে রাখল টাইগার ব্রিগেড (৩ মাচে ৪ পয়েন্ট)।
বাংলাদেশের শুরুটা মোটেও ভালো হয়নি। ২৩ রানেই পড়ে দুই উইকেট। ধাক্কা সামলে ওপেনার তানজিদ হাসানের সঙ্গে ৪৮ রানের জুটি গড়েন সাকিব। তবে তানজিদ ৩৫ রানে আউট হওয়ার পর কিছুটা মন্থর হয় রানের গতি। শেষদিকে মাহমদুল্লাহ (২১ বলে ২৫) দ্রুত রান যোগ করার চেষ্টা করেন। খোলস ছেড়ে বেরোন সাকিবও। তাঁর ৬৪ রানের ইনিংসে রয়েছে ৯টি বাউন্ডারি। নেদারল্যান্ডসের হয়ে আরিয়ান দত্ত ও পল ফন মেকারেন নেন দু’টি করে উইকেট। জবাবে শুরু থেকেই ধুঁকতে থাকে নেদারল্যান্ডস। মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদদের নিয়ন্ত্রিত বোলিংয়ে কখনওই রানের গতি বাড়াতে পারেনি ডাচরা। নিয়মিত ব্যবধানে উইকেট খুইয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। এনজেলব্রেখট (৩৩), বিক্রমজিৎ সিং (২৬) ও স্কট এডওয়ার্ডস (২৫) কিছুটা চেষ্টা করলেও জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। বাংলাদেশের রিশাদ হোসেন ৩টি উইকেট নেন।
4d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষার জন্য নামী প্রতিষ্ঠানে ভর্তির প্রচেষ্টা সফল হতে পারে। ব্যবসায় উন্নতির নতুন পথের দিশা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭৩ টাকা৮৪.৪৭ টাকা
পাউন্ড১০৪.২১ টাকা১০৭.৬৮ টাকা
ইউরো৮৮.০৭ টাকা৯১.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
16th     June,   2024
দিন পঞ্জিকা