খেলা

বিরাট কোহলির ফর্ম নিয়ে দুশ্চিন্তার কিছু নেই: সম্বরণ

সুকান্ত বেরা, কলকাতা: জয়ের হ্যাটট্রিক। গ্রুপের এক ম্যাচ বাকি থাকতেই সুপার এইটে জায়গা পাকা। প্রত্যাশার পারদ চড়িয়ে টি-২০ বিশ্বকাপে এগচ্ছে রোহিত বাহিনী। এমন দুর্দান্ত সাফল্যেও উঁকি দিচ্ছে দুশ্চিন্তার কালো মেঘ। বিরাট কোহলির অফ ফর্ম কোচ রাহুল দ্রাবিড়ের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ১, ৪, ০— চলতি টি-২০ বিশ্বকাপে এটাই কোহলির ব্যাটিং পরিসংখ্যান। কয়েকদিন আগেই তিনি আইপিএলের সর্বাধিক রান সংগ্রহকারী হিসেবে জিতেছিলেন  কমলা টুপি। স্বাভাবিকভাবে বিশ্বকাপেও তাঁকে ঘিরে বিপুল প্রত্যাশা। তবে বিরাটের খেলায় এখনও পর্যন্ত প্রাপ্তি বলতে শুধুই হতাশা। ক্রমশ বাড়ছে সমালোচনা। হবে না’ই বা কেন, হাতি কাদায় পড়লে যে ব্যাঙেও লাথি মারে! তবে ভারতের প্রাক্তন নির্বাচক সম্বরণ বন্দ্যোপাধ্যায় মোটেও বিচলিত নন কোহলিকে নিয়ে। তিনি আশাবাদী। বলছিলেন, ‘একটা-দুটো ইনিংস খারাপ যেতেই পারে। তার মানে এটা বলে দেওয়া যায় না, বিরাট ব্যর্থ। সবে টুর্নামেন্ট গড়িয়েছে। গ্রুপ পর্বে ভারতের খেলাগুলি যে পিচে হয়েছে, তা খুবই নিম্নমানের। নাসাউ কাউন্টি স্টেডিয়ামের পিচ দেখে মনে পড়ে যাচ্ছে ময়দানের বেশ কিছু ক্লাব মাঠের কথা। ডাবল পেস, বল কখনও পড়ে লাফাচ্ছে, কখনও নীচু হয়ে যাচ্ছে। এই ধরনের উইকেটে ভালো ক্রিকেট কখনওই আশা করা যায় না। এটা পেস বোলারদের স্বর্গরাজ্য হয়ে উঠেছিল। আমার বিশ্বাস, ভারত যখন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলবে, তখন এই সমস্যা থাকবে না। বল হয়তো বেশি টার্ন করবে। তখন কুলদীপ বা চাহালকেও খেলাতে হতে পারে। আশা করছি, বিরাট শীঘ্রই রানে ফিরবে।’
প্রথম তিনটি ম্যাচে রান না পাওয়ায় অনেকেই বিরাট কোহলির ব্যাটিং অর্ডার বদলের দাবি তুলেছেন। কেউ কেউ বলছেন, তিনে নামানো হোক কোহলিকে। তবে এই যুক্তি মানতে রাজি নন সম্বরণ। তাঁর কথায়, ‘কয়েকদিন আগে একজন ব্যাটসম্যান ওপেনার হিসেবে ঝুড়ি ঝুড়ি রান করল আইপিএলে, তিনটি ইনিংস খারাপ যেতেই তাঁকে তিন নম্বরে নামিয়ে দিতে হবে? এর কোনও প্রয়োজন আছে বলে মনে হয় না। যে লোকটাকে নিয়ে আমরা কথা বলছি, আন্তর্জাতিক ক্রিকেটে তার ঝুলিতে প্রায় ২৭ হাজার রান। তাই অহেতুক বাজার গরম করা কথাবার্তা না বলাই ভালো। ধৈর্য ধরুন, কোহলি ঠিকই ফর্মে ফিরবে। তখন আরও ভয়ঙ্কর লাগবে টিম ইন্ডিয়াকে।’
সুপার এইটে রয়েছে দু’টি গ্রুপ। এক নম্বর গ্রুপে ২৪ জুন ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। তার আগে আরও দু’টি ম্যাচ খেলবেন রোহিতরা। খুব সম্ভবত প্রতিপক্ষ হতে চলেছে বাংলাদেশ ও আফগানিস্তান। এই প্রসঙ্গে সম্বরণ বলছেন, ‘দুই গ্রুপ থেকে দুটো করে দল সেমি-ফাইনালে উঠবে। তবে আফগানিস্তানের উপর নজর রাখতেই হবে। রশিদ, গুরবাজরা দুর্দান্ত ক্রিকেট খেলছে। তবুও অভিজ্ঞতার নিরিখে অস্ট্রেলিয়া ও ভারতকেই এগিয়ে রাখব। ফাইনালে এই দুই দল মুখোমুখি হলে তো সোনায় সোহাগা!’
4d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষার জন্য নামী প্রতিষ্ঠানে ভর্তির প্রচেষ্টা সফল হতে পারে। ব্যবসায় উন্নতির নতুন পথের দিশা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭৩ টাকা৮৪.৪৭ টাকা
পাউন্ড১০৪.২১ টাকা১০৭.৬৮ টাকা
ইউরো৮৮.০৭ টাকা৯১.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
16th     June,   2024
দিন পঞ্জিকা