দক্ষিণবঙ্গ

স্ত্রী-সন্তান ছেড়ে জমি বিক্রির ৫ লক্ষ টাকা নিয়ে প্রেমিকার কাছে নন্দকুমারের যুবক

নিজস্ব প্রতিনিধি, তমলুক: গোপনে জমি বিক্রি করে পাঁচ লক্ষ টাকা নিয়ে স্ত্রী, সন্তানদের ছেড়ে প্রেমিকার কাছে পালিয়ে গেলেন নন্দকুমারের এক যুবক। এদিকে স্বামীকে খুঁজে দিতে নন্দকুমার থানার দ্বারস্থ হয়েছেন সাওড়াবেড়্যা-জালপাই গ্রামের এক গৃহবধূ। গত ২৩ অক্টোবর বিকেল ৫টা নাগাদ তাঁর স্বামী বাড়ি থেকে বের হন। তিনি প্রথমে থানায় মিসিং ডায়েরি করেন। তারপর তিনি জানতে পারেন, প্রতিবেশী একজনের কাছে পাঁচ লক্ষ টাকা মূল্যের জমি বিক্রি করেছেন স্বামী। সেই টাকা নিয়ে চলে গিয়েছেন। আরও জানতে পারেন, তমলুক থানার ঘোলচক গ্রামের এক যুবতীর সঙ্গে স্বামীর প্রণয়ের সম্পর্ক গড়ে উঠেছিল। সেই যুবতীর সঙ্গে সংসার করার জন্যই চলে গিয়েছেন স্বামী। এরপরই ওই যুবতী, তাঁর দাদা ও স্বামীর এক বন্ধুর বিরুদ্ধে ৮ নভেম্বর থানায় অপহরণের অভিযোগ দায়ের করেছেন। ৩৯ বছর বয়সি ওই যুবক আগে মোটর ভ্যান চালাতেন। তারপর হলদিয়ায় এক পরিবহণ ব্যবসায়ীর গাড়ি দেখভালের কাজকর্ম করতেন। তাঁর ১৯ বছরের এক মেয়ে ও ১৩ বছরের একটি ছেলে রয়েছে। কয়েকমাস আগে মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। যদিও স্ত্রী জানতেনই না স্বামী অবৈধ প্রণয়ে জড়িয়েছেন। শেষপর্যন্ত ওই যুবকের সর্বক্ষণের সঙ্গী রাধানগরের বাসিন্দা এক ব্যক্তিকে নিয়ে এলাকায় সালিশি সভা হয়। সেখানে তিনি পুরো ষিয়টি খোলসা করেন। তবে, ওই যুবতী এর আগেও বেশ কয়েকজন যুবকের সঙ্গে সম্পর্ক গড়েছেন। সেইসব সম্পর্ক স্থায়ী হয়নি। এদিকে স্বামীকে অপহরণের অভিযোগ দায়ের করেন ওই যুবকের স্ত্রী। অপহরণের অভিযোগ দায়ের করার পর নন্দকুমার থানার পুলিস ওই যুবতীর বাড়িতে হাজির হয়েছিল। যদিও সেখানে ওই যুবতী এবং যুবক কাউকে পাওয়া যায়নি। এই অবস্থায় ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের খুঁজে দিতে হবে বলে যুবতীর মাকে সময়সীমা বেঁধে দিয়েছে পুলিস। গোটা ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অসহায় ওই গৃহবধূ বলেন, আমার স্বামী এভাবে স্ত্রী-সন্তানদের ঠকিয়ে বাড়ি ছেড়ে যাবে ভাবতেও পারিনি। পরকীয়ার সম্পর্কে জড়িয়ে বোধবুদ্ধি লোপ পেয়েছে। স্বামীকে ফেরানোর জন্য নন্দকুমার থানায় লিখিতভাবে জানিয়েছি। এর নেপথ্যে যুবতী ও তার দাদা এবং স্বামীর বন্ধু প্রত্যেকে জড়িত। আমি তাদের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করেছি। নন্দকুমার থানার ওসি সৌরভ চিন্না বলেন, ওই যুবকের খোঁজে তল্লাশি চলছে।
11Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা