দক্ষিণবঙ্গ

মুর্শিদাবাদের রণসাগর ভাই ভাই ক্লাবে শিবলিঙ্গের আদলে মণ্ডপ

সংবাদদাতা, লালবাগ: মুর্শিদাবাদ থানার রণসাগর ভাই ভাই ক্লাবের পুজো লালগোলা মহকুমার প্রাচীন বারোয়ারি পুজোগুলির মধ্যে অন্যতম। এবার এই ক্লাবের পুজো ৮৫বছরে পা দিয়েছে। পুজোর উদ্যোক্তারা প্রথম থেকে সাবেকিয়ানায় আস্থা রেখেছিলেন। তবে গত এক দশক ধরে থিমের দিকে ঝুঁকেছেন তাঁরা। প্রতি বছর এই ক্লাবের পুজোয় থিমের চমক থাকে। থিমের টানেই দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন। লালবাগ-লালগোলা রাজ্য সড়কের পাশেই বৃত্তাকার শিবলিঙ্গের আদলে মণ্ডপ তৈরি হয়েছে। মণ্ডপের প্রবেশ পথে রয়েছেন ধ্যানমগ্ন শিব। তাঁকে দশভুজার রূপ দেওয়া হয়েছে। রয়েছে লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেম। পঞ্চমীর সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে পুজোর উদ্বোধন হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন বিএসএফ হেডকোয়ার্টার(বহরমপুর) অনিলকুমার সিনহা, মহকুমা শাসক বনমালি রায়, এসফিপিও আকুলকর রাকেশ মহাদেব, মুর্শিদাবাদ এস্টেট ম্যানেজার দেবব্রত রায় সহ এলাকার বিশিষ্টরা। প্রায় দুই শতাধিক দুঃস্থ মানুষের হাতে পুজোর উপহার হিসেবে নতুন বস্ত্র তুলে দেওয়া দেয়। এলাকাবাসীর বিনোদনের জন্য নবমীতে বিচিত্রানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দশমীর রাতে ব্যান্ড বাজিয়ে স্থানীয় জলাশয়ে দেবীকে বিদায় জানানো হবে।  ক্লাবের সভাপতি আশিস রায় বলেন, থিমের পুজো শুরুর পর থেকে পুজোর দিনগুলিতে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে। সদর শহর বহরমপুরের পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন। তবে অষ্টমী ও নবমীতে দর্শনার্থীদের সমাগম সবচেয়ে বেশি হয়। পুজোর প্রধান উদ্যোক্তা রাজেশ মণ্ডল, প্রশান্ত রায় বলেন, শহরাঞ্চলের থিমের ভিড়েও রণসাগর ভাই ভাই ক্লাব প্রতি বছর চর্চার বিষয় হয়ে ওঠে। 
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা