দক্ষিণবঙ্গ

টি-টোয়েন্টি থেকে ডিজনিল্যান্ড, থিমযুদ্ধে ডোমকল

সংবাদদাতা, ডোমকল: থিমযুদ্ধে কাঁপছে ডোমকল। পুজোয় মহকুমাজুড়ে যেন থিমের ছড়াছড়ি। কোথাও প্রাচীন মন্দিরের আদলে তৈরি করা হয়েছে মণ্ডপ। আবার কোথাও মণ্ডপ সেজে উঠেছে রূপকথার ডিজনিল্যান্ডের আদলে। পঞ্চমী থেকেই ভিড় উপচে পড়ছে মণ্ডপগুলিতে। দেখা যাচ্ছে রিলস তৈরির হিড়িক।
থিমের লড়াইয়ে জেলার বিগ বাজেটের পুজো উদ্যোক্তাদের বরাবরই টক্কর দিয়ে থাকে ডোমকলের ২৪ পল্লি সর্বজনীন। এবারে তাদের থিম রূপকথার ডিজনিল্যান্ড। ইতিমধ্যেই ওই পুজো মণ্ডপ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।
৫১তম বর্ষে ডোমকলের বাবুপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটির থিম হরিয়ানার হরেকৃষ্ণ টেম্পল। সঙ্গে রয়েছে জমকালো আলোর রোশনাই ও সাউন্ড সিস্টেমের ব্যবস্থাও। পিছিয়ে নেই ডোমকলের পিটি রসুলপুর সর্বজনীন। এবার টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ-২০২৪এর আদলে তারা পুজো মণ্ডপ সাজিয়ে তুলেছে। মণ্ডপের মধ্যেই বসানো হয়েছে বিভিন্ন খেলোয়াড়ের কাটআউট। বাহারি আলোর রোশনাই পুজো মণ্ডপটিতে আলাদা মাত্রা যোগ করেছে। 
শুধু ডোমকল শহরই নয়, পিছিয়ে নেই জলঙ্গি ব্লকের পুজো উদ্যোক্তারাও। জলঙ্গির গৌরীপুর সর্বজনীনের তরফে এবার নটরাজ মূর্তির আদলে মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে। ৭৮তম বর্ষে চোয়াপাড়া তরুণ সঙ্ঘ মধ্যপ্রদেশের প্রাসাদের আদলে পুজো মণ্ডপ তৈরি করে চমক দিয়েছে। নবিপুর সর্বজনীনের তরফে সমাজ কল্যাণমূলক প্রচারকে সামনে রেখে পুজোর মণ্ডপটিকে সাজিয়ে তোলা হয়েছে। শেখপাড়া বাজার সর্বজনীনের এবারের থিম দক্ষিণ ভারতের মন্দির। রানিনগর ডাক বাংলোর পুজোর থিম ‘সচেতনতা’। এছাড়াও ডোমকল, জলঙ্গি, রানিনগর, ইসলামপুরজুড়ে এবারের পুজোয় ছোট ছোট থিমগুলিকে সামনে রেখে মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে।
আলোর ঝলকানি ও সাউন্ড সিস্টেম বিভিন্ন পুজো মণ্ডপে তৈরি করছে মায়াবী পরিবেশ। পঞ্চমী থেকেই পুজো মণ্ডপগুলিতে দর্শনার্থীর ঢল নামতে শুরু করেছে। ভিড়ের কথা মাথায় রেখে বিগ বাজেটের পুজো মণ্ডপগুলিতে এবারে মণ্ডপে ঢোকা ও বেরনোর আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। পুজোয় বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে এবং ভিড় নিয়ন্ত্রণের জন্য কমিটির তরফে স্বেচ্ছাসেবীরা রগেছেন। পাশাপাশি অগ্নিনির্বাপণের যথাযথ ব্যবস্থা রয়েছে। 
(ডোমকলের স্পোর্টিং ক্লাবের ২৪ পল্লি সার্বজনীনের পুজো মণ্ডপ। নিজস্ব চিত্র )
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা