বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

রাজস্থানে বসুন্ধরাকে গুরুত্বহীন করেই দিয়া কুমারীকে সামনে আনছে বিজেপি

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মহারানি বনাম মহারানি। রাজস্থানে বিজেপি পুরনো মহারানিকে সরিয়ে নতুন মহারানিকে আরও বেশি সামনে নিয়ে আসছে। গোয়ালিয়রের রাজকুমারী ও ঢোলপুরের মহারানি বসুন্ধরা রাজে সিন্ধিয়াকে যে বিজেপি রাজস্থানে এবার গুরুত্বহীন করে দিচ্ছে সেই বার্তা স্পষ্ট। আরও একধাপ এগিয়ে এবার জয়পুর রাজবংশের  মহারানি দীর্ঘদিনের বিজেপি নেত্রী দিয়া কুমারীকে বেশি করে সামনে নিয়ে আসার আভাস দেওয়া হয়েছে। তাই তিনি এমপি হওয়া সত্ত্বেও তাঁকে জয়পুরের অন্যতম গুরুত্বপূর্ণ আসন বিদ্যাধরনগর থেকে প্রার্থী করা হয়েছে।  অথচ বিগত পাঁচটি বিধানসভা ভোটে এই আসন থেকে জয়ী হয়ে চলেছেন নারপাত সিং রাজভি। যিনি  বিজেপির অন্যতম প্রারম্ভিক  সদস্য এবং ভৈরো সিং শেখাওয়াতের জামাই। 
২০১৮ সালেও এই আসন থেকে ৩০ হাজারের বেশি ব্যবধানে তিনি জয়ী। অথচ তাঁকে এবার সরিয়ে দেওয়া হয়েছে। প্রার্থী করা হয়নি। কারণ একটাই। তিনি বসুন্ধরা রাজে সিন্ধিয়ার শিবিরের বিধায়ক। বসুন্ধরার একের পর এক অনুগামীকে প্রার্থী করা হচ্ছে না। রাজভি সরাসরি প্রত্যাঘাত করেছেন বিজেপি শীর্ষ নেতৃত্বকে। তিনি বলেছেন, ভৈঁরো সিং শেখাওয়াতকেই অপমান করা হল। জয়পুরের যে রাজবংশের প্রতিনিধিকে বিজেপি শীর্ষ নেতৃত্ব প্রার্থী করেছে, সেই বংশ মোগলদের সঙ্গে হাত মিলিয়ে রাজপুতদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এমনকী এই বংশের পূর্বপুরুষ মোগলদের হয়ে রাণা প্রতাপের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। আর আজ বিজেপি সর্বোচ্চ নেতৃত্ব এই বংশকেই বেশি করে গুরুত্ব দিচ্ছে। বদলে যাওয়া বিজেপির এটাই প্রমাণ।  
অন্যদিকে জয়পুর জেলার কোনও আসনেই বসুন্ধরা অনুগামীদের সম্ভবত প্রার্থী করা হবে না। তাই প্রবল ক্ষোভে এখন থেকে ফুটছে বসুন্ধরা শিবির। আপাতত ৪১ আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই বিদ্রোহ করেছেন চারজন প্রাক্তন প্রার্থী। তারা নির্দল হিসেবে লড়াই করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। আপাতত বসুন্ধরা রাজে সিন্ধিয়ার অনুগামীরা অপেক্ষা করছেন পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা কখন প্রকাশিত হবে। তারপরই মহারানি কী অবস্থান নেবেন, সেটাই তাদের কাছে একমাত্র আগ্রহ। সুতরাং রাজস্থানে বিজেপির অন্দরেও সম্ভাব্য রণাঙ্গণ তৈরি হতে চলেছে। - ফাইল চিত্র
15Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্ত্রীর  শরীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ সমস্যায় মানসিক চিন্তা ও উদ্বেগ। কাজকর্ম কমবেশি এগবে। অতিরিক্ত পরিশ্রমে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৫৩ টাকা৮৭.২৭ টাকা
পাউন্ড১০৩.৬৪ টাকা১০৭.৩২ টাকা
ইউরো৮৭.৩১ টাকা৯০.৬৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা