বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

বিজেপিকে সরতেই হবে, দেশের
স্বার্থে বদল আনবে মানুষ: মমতা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দল নয়, নেতা নয়, মানুষের জোট। মোদি সরকারকে হটানোর এটাই ফর্মুলা মমতা বন্দ্যোপাধ্যায়ের। দু’বছর আগে শুধু মানুষের উপর আস্থা রেখেই বিজেপির ‘আব কি বার ২০০ পার’-এর স্বপ্নকে ধূলিসাৎ করেছিলেন তিনি। মঙ্গলবার ছিল বাংলায় সেই তৃতীয় ‘মা মাটি মানুষ’ সরকার গঠনের দ্বিতীয় বর্ষপূর্তি। আর এই ঐতিহাসিক দিনের সন্ধিক্ষণেই আরও একবার বদলের ডাক দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। ৩৪ বছরের বামফ্রন্ট সরকারকে মানুষের সমর্থনে নিশ্চিহ্ন করে দিয়েছিলেন তিনি। এবার পালা কেন্দ্রের বিজেপি সরকারের। ‘মহারণ-২৪’-এর প্রাক্কালে তাঁর বার্তা, ‘বিজেপি হটবেই। সাধারণ জনতার শক্তির চেয়ে বলশালী আরও কিছু নয়। তাই মানুষের স্বার্থে বদল আসবে। তখনই জিতবে দেশ।’ মমতার কটাক্ষ, ‘সিপিএমের সরকার উৎখাত করার পর ভেবেছিলাম, বাংলার খারাপ সময় কাটল। কেন্দ্রের সরকারের থেকে সম্মান আশা করেছিলাম। কিন্তু তা হল না। কেন্দ্রীয় সরকার বাংলার মানুষের প্রাপ্য টাকাও দেয়নি। ১০০ দিনের কাজ করিয়েও পারিশ্রমিক দেয়নি এরাজ্যের মানুষকে। এই সরকার কীভাবে তাহলে আম জনতার হল?’
ভিত শক্ত হচ্ছে বিরোধী মহাজোটের। আর প্রতি মুহূর্তে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে মমতার ফর্মুলা—যেখানে যে দল শক্তিশালী, সেখানে সেই লড়বে। এই প্রেক্ষিতকে সামনে রেখে মমতা নিজেও প্রচার শুরু করেছেন তাঁর মতো করে। ভুবনেশ্বরে গিয়ে আলোচনা সেরেছেন বিজেডি’র নবীন পট্টনায়েকের সঙ্গে। কালীঘাটে এসে জোট গঠনের সেই প্রয়াসকে অকুণ্ঠ সমর্থন জানিয়ে গিয়েছেন সমাজবাদী পার্টির অখিলেশ যাদব এবং জনতা দলের (সেকুলার) এইচ ডি কুমারস্বামী। জোট গঠনের ফর্মুলা চূড়ান্ত করতে কংগ্রেসের ‘রফা বার্তা’ মমতার কাছে পৌঁছে দিতে এসেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবও। নবান্নের সেই বৈঠকে জয়প্রকাশ নারায়ণের আন্দোলনের সূচনাক্ষেত্র বিহার থেকেই বিরোধী ঐক্যের আনুষ্ঠানিক সূত্রপাতের পরামর্শ দিয়েছিলেন বাংলার নেত্রী। মমতার সেই পরামর্শকে মান্যতা দিয়ে পাটনাকে মহড়াস্থল করতে চেয়েছেন নবীনও। এমনকী কংগ্রেসের তরফেও জানিয়ে দেওয়া হয়েছে, মমতার ফর্মুলায় বাধা হবে না তারা। এই আবর্তে  সমাজমাধ্যমে দেওয়া ভিডিও বার্তায় এদিন মুখ্যমন্ত্রী বলেছেন, ‘পরিবর্তন চাইছে ভারতবর্ষ। মা-মাটি-মানুষ দিবসে জুমলা রাজনীতির বিরুদ্ধে মানুষকে একজোট হওয়ার আহ্বান জানাচ্ছি। আমি নিশ্চিত, জোটের শক্তিতেই বিজেপি সাফ হবে।’ বিজেপি বিরোধী সব পক্ষের কাছে তৃণমূল সুপ্রিমোর উদাত্ত আহ্বান—‘প্রকৃত জাতি নির্মাণের প্রয়াস জারি রাখতেই হবে। বজায় রাখতে হবে দায়বদ্ধতা। আগামী দিনে আমাদের একসঙ্গে অনেক যুদ্ধ লড়তে হবে, তাতে জিততে হবে। বিজেপি এই যুদ্ধে পরাজিত হবে। জিতবে দেশ আর দেশের মানুষ!’ মমতার এই বক্তব্য বিরোধী শিবিরের কাছে প্রয়োজনীয় ‘রসদ’ পৌঁছে দেবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। মমতা এদিন বলেছেন, ‘১০ বছরে জনবিরোধী কাজ ছাড়া আর কী করেছে বিজেপি? ইতিহাস বদলে দিয়েছে, বিভেদ চাইছে, এনআরসির নামে অত্যাচার করছে। আমরা কেন চাইব এই সরকারকে?’
20Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্ত্রীর  শরীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ সমস্যায় মানসিক চিন্তা ও উদ্বেগ। কাজকর্ম কমবেশি এগবে। অতিরিক্ত পরিশ্রমে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৫৩ টাকা৮৭.২৭ টাকা
পাউন্ড১০৩.৬৪ টাকা১০৭.৩২ টাকা
ইউরো৮৭.৩১ টাকা৯০.৬৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা