রাজ্য

বরফে ঢাকা বর্ষবরণ দার্জিলিংয়ে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছাঙ্গু বা নাথুলা যেতে হবে না। নতুন বছরের প্রথম দিনেই বরফে ঢাকবে শৈলশহর দার্জিলিং! সৌজন্যে পশ্চিম হিমালয়ের উপর ধেয়ে আসা একটি পশ্চিমি ঝঞ্ঝা। এখন পর্যটনের ভরা মরশুম। পায়ের নীচে সর্ষে রাখা বাঙালির থিকথিকে ভিড় পাহাড়ে। তার উপর বর্ষবরণে বরফ নিয়ে হুটোপুটির এমন অযাচিত সুযোগ মিললে তো সোনায় সোহাগা! তবে এই সময় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জাঁকিয়ে শীত পড়ার খুব একটা আশা নেই।
আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ দাস শুক্রবার জানিয়েছেন, পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারির মধ্যে বৃষ্টি হতে পারে দার্জিলিং ও সিকিমে। আর পার্বত্য এলাকার বেশি উচ্চতাসম্পন্ন এলাকায় বৃষ্টি হলে তুষারপাতের সম্ভাবনা থাকেই। শীতকালের এই সময় মধ্য এশিয়ার দিক থেকে একের পর এক ঝঞ্ঝা ধেয়ে আসে পশ্চিম হিমালয়ের দিকে। ঝঞ্ঝা শক্তিশালী হলে তুষারপাতের মাত্রা বেশি হয়। পশ্চিম হিমালয়ের দিক থেকে ঝঞ্ঝাগুলি আসে বলে জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে তুষারপাত বেশি হয়। দার্জিলিংয়ে এমন পরিস্থিতি তৈরি হয় মাঝেমধ্যে। তুলনায় সিকিমে বরফ পড়ার প্রবণতা বেশি থাকে। এখন যে ঝঞ্ঝাটি পশ্চিম হিমালয়ে এসেছে, তার প্রভাব দার্জিলিংয়েও কিছুটা হলেও পড়বে বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। প্রসঙ্গত, এবারের শীতে দার্জিলিংয়ের সান্দাকফু সহ কিছু উঁচু এলাকায় ইতিমধ্যে তুষারপাত হয়েছে। 
কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বর্ষশেষ ও নতুন বছরের শুরুতে জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে তুষারপাতের পূর্বাভাস দিয়েছে। তারা আরও জানিয়েছে, পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হতে পারে সমতলের অনেকগুলি রাজ্যেও। ঝঞ্ঝার প্রভাবে রাজস্থান এবং মধ্য ভারতের উপর দু’টি ঘূর্ণাবর্ত তৈরি হবে। এর ফলে উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওড়িশা এবং উত্তর-পূর্ব ভারতের কিছু এলাকায় আগামী কয়েকদিন বৃষ্টি হতে পারে। উত্তর ভারতজুড়ে গত কয়েকদিন ধরে যে ব্যাপক কুয়াশা হচ্ছে, তার কারণও ওই পশ্চিমি ঝঞ্ঝা। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা জানিয়েছেন, দক্ষিণবঙ্গের কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা ঩নেই। উত্তরবঙ্গের মধ্যে কেবল দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টি হতে পারে। বৃষ্টি ও তুষারপাতের পর্ব মিটলেই সক্রিয় হবে উত্তুরে হাওয়া। দক্ষিণবঙ্গে তখন ফের তাপমাত্রা কমতে শুরু করবে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামলে জাঁকিয়ে শীত পড়েছে বলে ধরা হয়। সেরকম পরিস্থিতি তৈরি হতে ৪-৫ জানুয়ারি লেগে যেতে পারে। বাংলাদেশের উপর ঘূর্ণাবর্ত থাকায়  উত্তুরে হাওয়া আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে সক্রিয় হবে না। শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। 
11Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষা ও গবেষণায় দিনটি শুভ। খাদ্য দ্রব্যের ব্যবসায় অগ্রগতির যোগ। ইঞ্জিনিয়ার ও ডাক্তারদের পেশার উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৩ টাকা৮৫.৭৭ টাকা
পাউন্ড১০৬.৫৯ টাকা১১০.৩৫ টাকা
ইউরো৮৭.৭৩ টাকা৯১.০৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা