কলকাতা

জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় স্বস্তি ১১ বিজেপি বিধায়কের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় কলকাতা হাইকোর্টে স্বস্তি পেলেন ১১ জন বিজেপি বিধায়ক। তাঁদের বিরুদ্ধে ৭ ডিসেম্বর পর্যন্ত কোনও পদক্ষেপ করা যাবে না বলে সোমবার নির্দেশে জানিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। সেইসঙ্গে লালবাজারের তরফে বিজেপি বিধায়কদের যে সমন পাঠানো হয়েছিল, তার উপরও অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে আদালত। আগামী বুধবার ফের এই মামলার শুনানি হবে। ওই দিন পুলিসকে কেস ডায়েরি নিয়ে হাজির থাকতে হবে। যদিও এফআইআর খারিজ হবে কি না, তা পরবর্তী শুনানিতে ঠিক হবে। 
এদিকে, এদিন বিধানসভা অধিবেশন চলাকালীন চোর স্লোগান লেখা টি-শার্ট পড়ে উপস্থিত হন বিজেপি বিধায়করা। পাশাপাশি বিরোধী দলনেতার নেতৃত্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তারা লাগাতার স্লোগান দিতে থাকেন। যা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমি কারও কাছ থেকে বিনা পয়সায় চা খাইনি। আজ আমাকে চোর বদনাম দিচ্ছে। কিন্তু আমি মানুষের ভোর। যতদিন বাঁচব মানুষের জন্য কাজ করে যাব।’ গোটা ঘটনায় পরে বিজেপি বিধায়কদের বিরুদ্ধে হেয়ারস্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 
অন্যদিকে, গত বুধবার বিধানসভায় তৃণমূলের ধর্না কর্মসূচি চলাকালীন জাতীয় সঙ্গীত গাওয়া হয়। অভিযোগ, বিজেপি বিধায়কেরা জাতীয় সঙ্গীত চলাকালীন নাগাড়ে তৃণমূল বিরোধী স্লোগান দিচ্ছিলেন। এতে জাতীয় সঙ্গীতের অবমাননা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। যার জেরে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের করা হয়। লালবাজার থেকে বিজেপি বিধায়কদের  ডেকে পাঠানো হয়। মঙ্গলবার তাঁদের হাজিরা দিতে বলা হয়েছিল। তার আগে সোমবারই ওই এফআইআর চ্যালেঞ্জ করে হাইকোর্টে যায় বিজেপি। এদিন মামলার শুনানিতে বিচারপতি সেনগুপ্তের পর্যবেক্ষণ ছিল, জাতীয় সঙ্গীত আচমকা শুরু করা যায় না। সে ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম মানা দরকার।  
11Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চতর বৃত্তিমূলক শিক্ষা লাভের জন্য নামী স্বদেশি বা বিদেশি প্রতিষ্ঠানে সুযোগ পেতে পারেন। অর্থকর্মে উন্নতি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.৪১ টাকা১১১.১৯ টাকা
ইউরো৮৯.৯৮ টাকা৯৩.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা