কলকাতা

নৈহাটিতে বড়মা’র বিগ্রহে ১০০ ভরির সোনার গয়না, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: গত শনিবার নৈহাটির বড়মা’র কষ্টিপাথরের বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে। রবিবার মায়ের নবনির্মিত মন্দিরের উদ্বোধন হয়। এই মন্দিরে এবার নিত্যপুজো হবে। তবে, মায়ের একশো ভরি সোনার গয়না নিয়ে চিন্তায় রয়েছে মন্দির কর্তৃপক্ষ। যদিও বিগ্রহ প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই একজন অফিসার ও তিনজন সশস্ত্র কনস্টেবল নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। ২৪ ঘণ্টাই থাকছে পুলিস ক্যাম্প। কিন্তু তা পর্যাপ্ত নয় বলে মনে করছেন মন্দিরের কর্মকর্তারা। বিষয়টি নৈহাটি থানা এবং উচ্চপদস্থ কর্তাদের জানানো হয়েছে। তাই বড়মা’র জন্য আলাদা আউটপোস্ট বা ফাঁড়ির ব্যবস্থা করার জন্য নৈহাটি থানার পক্ষ থেকে দরবার করা হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের কাছে সেই আবেদন পৌঁছেছে।
নৈহাটির অরবিন্দ রোডে কালীপুজোর দিন বড়মা’র মাটির বিগ্রহ তৈরি করে পুজো করা শুরু হয়। প্রায় ১০০ বছর ধরেই এই পুজো চলছে। সারা বছর ফটো ফ্রেমেই হয় নিত্যপুজো। যতদিন গিয়েছে বড়মা’র মাহাত্ম্য ততই বেড়েছে। গত বছর কালীপুজোর দিন ৬০ হাজার পুজো পড়েছিল। ২৫ হাজার মানুষ দণ্ডি কেটেছেন। দেশ-বিদেশের বহু ভক্ত প্রণামী হিসেবে সোনার গয়না দিয়েছেন। শতবর্ষে সেই গয়নার পরিমাণ ১০০ ভরি দাঁড়িয়েছে। মন্দির কমিটি সূত্রে জানা গিয়েছে, এতদিন এই সোনার গয়না ভল্টে থাকত। কালীপুজোর সময় বিশেষ পুলিসি নিরাপত্তায় সেই গয়না পরানো হতো বড়মা’কে। এবার কষ্টিপাথরের বিগ্রহ তৈরি হওয়ায় মা’কে তা পরানো হয়।
বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠার দিনেই মাকে সোনার গয়নায় মুড়ে দেওয়া হয়েছে। কিন্তু নিরাপত্তা নিয়ে মন্দির কর্তৃপক্ষের উদ্বেগ কাটছে না। অস্থায়ী ক্যাম্প বা সশস্ত্র পুলিস কর্মী মোতায়েন করা হয়েছে। উদ্বেগের কারণ, প্রায়ই ঝাড়খণ্ড বা বিহারের গ্যাং রাজ্যে এসে একের পর এক ডাকাতির ঘটনা ঘটাচ্ছে। বারাকপুর, রানাঘাট, পুরুলিয়ার সোনার দোকান থেকে কোটি কোটি টাকা হাতিয়েছে ভিন রাজ্যের ওই গ্যাং। একারণেই মন্দিরে উপযুক্ত নিরাপত্তার দাবি জানিয়েছেন মন্দির কমিটি ও ভক্তরা।
মন্দির কমিটির সম্পাদক তাপস ভট্টাচার্য বলেন, নিয়ম মেনে মায়ের মন্দিরে নিত্যপুজো হবে। ভক্তরা সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত, আবার বিকেল ৪টে থেকে রাত ৮টা অবধি পুজো দিতে পারবেন। এতদিন মায়ের গয়না ব্যাঙ্কের লকারে থাকত। আমাদের কোনও দুশ্চিন্তা ছিল না। কিন্তু এখন মায়ের বিগ্রহে ১০০ ভরি গয়না থাকবে। তাই নিরাপত্তা জোরদার করার প্রয়োজন রয়েছে। এখানে আলাদা করে পুলিস ফাঁড়ির ব্যবস্থা করলে ভালো হয় বলে মনে করেন মন্দির কমিটির সভাপতি অশোক চট্টোপাধ্যায়। তিনি বলেন, এ ব্যাপারে পুলিস প্রশাসনের সঙ্গে কথা চলছে। দক্ষিণেশ্বর, তারাপীঠের মতো বড়মা’র মন্দিরও একটি পীঠস্থান হয়ে উঠবে। -নিজস্ব চিত্র
13Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষা ও গবেষণায় দিনটি শুভ। খাদ্য দ্রব্যের ব্যবসায় অগ্রগতির যোগ। ইঞ্জিনিয়ার ও ডাক্তারদের পেশার উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৩ টাকা৮৫.৭৭ টাকা
পাউন্ড১০৬.৫৯ টাকা১১০.৩৫ টাকা
ইউরো৮৭.৭৩ টাকা৯১.০৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা