কলকাতা

ট্রেকিংয়ে গিয়ে ডাক্তারি পড়ুয়ার মৃত্যু
বাড়িতে গিয়ে সমবেদনা মন্ত্রী জ্যোতিপ্রিয়র

নিজস্ব প্রতিনিধি, বারাসত: উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে হাবড়ার ডাক্তারি পড়ুয়ার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমেছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম সায়ন মণ্ডল (২৩)। শনিবার সন্ধ্যায় হাবড়ায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। এদিন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মৃত ছাত্রের বাড়িতে গিয়ে সমবেদনা জানান। তিনি বলেন, এই মর্মান্তিক ঘটনায় আমরা শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের পাশে রয়েছি।
রাজ্য সরকারের সক্রিয়তায় এদিন মৃত ছাত্রের দেহ হাবড়ার কুমড়ো পঞ্চায়েতের নবপল্লি গ্রামের বাড়িতে পৌঁছয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সায়ন আরজি কর মেডিক্যাল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র। গত ১২ তারিখ তিন সহপাঠী ও এক বন্ধুর সঙ্গে তিনি উত্তরাখণ্ডে গিয়েছিলেন। সেখানে হৃষিকেশ ও হরিদ্বার ভ্রমণের পর ব্রহ্মতাল পাহাড়ে ট্রেকিং শুরু করেন। ১২ হাজার ৮০০ ফুট উচ্চতার এই পাহাড়ে প্রথমে তাঁরা স্বাভাবিক ভাবেই উঠছিলেন। কিন্তু ১৯ তারিখ প্রায় ১২ হাজার ফুট ওঠার পর সায়ন অসুস্থবোধ করেন। তাঁর প্রবল শ্বাসকষ্ট শুরু হয়। এরপর স্থানীয় প্রশাসনের সহায়তায় ওইদিন সন্ধ্যায় তাঁকে পাহাড় থেকে নীচে নামিয়ে আনা হয়।  এলাকার একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এদিন কুমড়ো এলাকায় দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়েছিলেন জ্যোতিপ্রিয়বাবু। ওই কর্মসূচির মধ্যে তিনি ডাক্তারি পড়ুয়ার বাড়ি গিয়ে সমবেদনা জানান।  হাবড়ার কুমড়ো গ্রাম পঞ্চায়েত এলাকায় দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শনিবার তোলা নিজস্ব চিত্র
21Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে উন্নতি ও কর্মসূত্রে বিদেশ গমন হতে পারে। বিলাস দ্রব্যের ব্যবসায় বেশি লাভের সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.১৯ টাকা১১০.৯৬ টাকা
ইউরো৮৯.৩৫ টাকা৯২.৭৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা