কলকাতা

দুর্যোগেও অব্যাহত চিকিৎসা, ল্যান্ডফলের দিনই দক্ষিণ ২৪ পরগনায় ভূমিষ্ঠ ২০০

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ডানার ল্যান্ডফল নিয়ে সবাই তখন উৎকণ্ঠায়। প্রবল ঝড়বৃষ্টিতে কি জানি কি বিপত্তি ঘটে ভেবে উদ্বিগ্ন। সেই আবহেও চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়নি বলে নির্বিঘ্নে ভূমিষ্ঠ হল ২০০ শিশু। ঝড়বৃষ্টির সময়ও স্বাস্থ্যকেন্দ্রগুলি নিরবিচ্ছিন্ন পরিষেবা বজায় রেখেছিল। ফলে প্রসব শুধু নয় জটিল এবং আপৎকালীন সার্জারি ও চিকিৎসাও হয়েছে। কোথাও কোনও বিপদ বা জটিলতা তৈরি হয়নি। চিকিৎসারতরা ভালো আছেন বলেও দাবি স্বাস্থ্য বিভাগের। দুর্যোগের সময় কারও প্রসব যন্ত্রণা উঠলে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া কঠিন হতে পারে, এই আশঙ্কায় আগেভাগেই দক্ষিণ ২৪ পরগনার দুর্যোগপ্রবণ এলাকাগুলি থেকে হবু মায়েদের হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেছিল স্বাস্থ্য বিভাগ। এর ফলে নিরাপদে সন্তান প্রসব করতে পেরেছেন প্রসূতিরা। তাঁদের পরিবারের বক্তব্য, সুন্দরবনের প্রান্তিক এলাকার বাসিন্দাদের সমস্যা বেশি। ঝড় জলের সময় ফেরি পরিষেবা বন্ধ হয়ে যায়। প্রশাসন আগে থেকে প্রসূতিদের নিয়ে হাসপাতালে ভর্তি করে না রাখলে সমস্যা হতো। অন্যদিকে স্বাস্থ্য বিভাগ সূত্রেও জানা গিয়েছে, ডায়মন্ডহারবার স্বাস্থ্য জেলায় ৯৪ জনের প্রসব হয়েছে। এর মধ্যে ২২ জনের সিজার করেছেন চিকিৎসকরা। সাগরের এক প্রসূতির দ্বিতীয়বার সিজার করার প্রয়োজন পড়েছিল। সাধারণত ব্লক হাসপাতালে এই অস্ত্রোপচার হয় না। কিন্তু দুর্যোগের কারণে ভেসেল চলাচল বন্ধ থাকায় সাগর গ্রামীণ হাসপাতালেই তাঁর দ্বিতীয়বার সিজার হয়। স্বাস্থ্য জেলার এক শীর্ষ কর্তা বলেন, জটিল অস্ত্রোপচার। সাধারণত ব্লক থেকে এই ধরনের ঘটনা ডায়মন্ডহারবার অথবা কাকদ্বীপ হাসপাতালে পাঠানো হয়। এ ক্ষেত্রে কোনও উপায় ছিল না বলে চিকিৎসকদের সিজার করার অনুমতি দেওয়া হয়েছিল। জানা গিয়েছে, এই ঘটনাগুলি ছাড়াও এদিন ১২টি ‘ক্রিটিকাল’ অপারেশন হয়েছে। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনা স্বাস্থ্য জেলাতেও নানা হাসপাতালে হয়েছে একাধিক অস্ত্রোপচার। এখানেও শতাধিক শিশু জন্মগ্রহণ করেছে। গোসাবা ব্লকে এখনও বহু প্রসূতি হাসপাতালের ওয়েটিং রুমে ভর্তি রয়েছেন। দুর্যোগ সম্পূর্ণভাবে কেটে না গেলে তাঁদের ওখানেই রেখে দেওয়া হবে বলে স্বাস্থ্য আধিকারিকরা জানান।  নিজস্ব চিত্র
7h 7m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে উন্নতি ও কর্মসূত্রে বিদেশ গমন হতে পারে। বিলাস দ্রব্যের ব্যবসায় বেশি লাভের সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.১৯ টাকা১১০.৯৬ টাকা
ইউরো৮৯.৩৫ টাকা৯২.৭৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা