কলকাতা

তরুণীর কথায় মজে খোয়াতে হল সাড়ে ৩ লক্ষ টাকা, মুম্বই থেকে গ্রেপ্তার চক্রের পান্ডা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ম্যাট্রিমনিয়াল সাইটে এক সুন্দরী তরুণীর প্রোফাইল দেখে শহরে এক যুবক তাঁর সঙ্গে যোগাযোগ করেন। ওই তরুণী জানান, তিনি মার্কিন মুলুকে থাকেন। আলাপ ধীরে ধীরে জমে ওঠে। তাঁদের মধ্যে নেট-কলের মাধ্যমে প্রায়ই কথাবার্তা হতো। এরপরই তরুণীর পাতা ফাঁদে পা দিয়ে সাড়ে তিন লক্ষ টাকা খোয়াতে হয় ওই যুবককে। অভিযোগকারী যুবক কলকাতা পুলিসের সাইবার থানায় অভিযোগ দায়ের করলে পুলিস তদন্তে নেমে জানতে পারে, তরুণীর কথামতো সাড়ে তিন লক্ষ টাকা যে অ্যাকাউন্টে ওই যুবক পাঠিয়েছিলেন, সেটি এক অন্য ব্যক্তির। তাঁর বাড়ি মুম্বইয়ে। শুধু তাই নয়, ম্যাট্রিমনিয়াল সাইটে যে মহিলার অ্যাকাউন্ট ছিল, সেটি ভুয়ো। ফোনের সূত্র ধরে কলকাতা পুলিস মুম্বই থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে, যার অ্যাকাউন্টে ওই টাকা ঢুকেছিল। জানা গিয়েছে, সে এই চক্রের পান্ডা। শুক্রবার ব্যাঙ্কশাল আদালত তাকে ৭ নভেম্বর পর্যন্ত পুলিস হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। পুলিস ধৃতের হেফাজত থেকে মোবাইল ফোন ও একাধিক নথিপত্র বাজেয়াপ্ত করেছে। সরকারি আইনজীবী রাধানাথ রং আদালতে বলেন, যে তরুণী ওই যুবককে ফাঁদে ফেলেছিলেন, তাঁর খোঁজ চলছে। ওই তরুণী সম্প্রতি জানিয়েছিলেন, তিনি দিল্লিতে এসেছেন। কিন্তু পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে কিছু গোলযোগের কারণে তাঁকে আটকে দেওয়া হয়েছে। সাড়ে তিন লক্ষ টাকা দিলে তাঁকে ছেড়ে দেওয়া হবে। তরুণীর কথায় বিশ্বাস করে ওই যুবক সাড়ে তিন লক্ষ টাকা পাঠান। পরে দেখা যায়, ওই টাকা অভিযুক্ত যুবকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছে। পুলিস চক্রটির সন্ধানে খোঁজ চালাচ্ছে।
7h 7m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে উন্নতি ও কর্মসূত্রে বিদেশ গমন হতে পারে। বিলাস দ্রব্যের ব্যবসায় বেশি লাভের সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.১৯ টাকা১১০.৯৬ টাকা
ইউরো৮৯.৩৫ টাকা৯২.৭৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা