কলকাতা

যথাসময়ে মণ্ডপে কালী প্রতিমা পৌঁছানো নিয়ে উদ্বেগে কুমোরটুলি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লাগাতার বৃষ্টি। ফল ভুগতে হচ্ছে কুমোরটুলির শিল্পীদের। কালী প্রতিমা তৈরিতে বারাবার বিঘ্ন ঘটছে। তাই উদ্যোক্তাদের কাছে প্রতিমা পৌঁছতে কিছুটা দেরি হবে বলেই মনে করছেন শিল্পীরা। মৃৎশিল্পীদের একাংশের বক্তব্য, যেভাবে বৃষ্টি পড়ছে, তাতে প্রতিমা তৈরি করতে আমাদের সমস্যা হচ্ছে। প্লাস্টিক, ত্রিপল ঢাকা দিয়ে কতটা কাজ করা সম্ভব। সমস্যা হচ্ছে বড় প্রতিমা নিয়ে। তাই ঠিক সময় ডেলিভারি দেওয়া নিয়ে কিছু চিন্তা রয়েই গিয়েছে। বিষয়টি ইতিমধ্যে বিভিন্ন পুজো উদ্যোক্তাদের ফোন করে জানানোও হয়েছে। পটুয়াপাড়া সংলগ্ন রবীন্দ্র সরণি, কুমোরটুলি স্ট্রিট বনমালী সরকার স্ট্রিট সহ পার্শ্ববর্তী এলাকায় এখন প্রতিটি ঘরেই চলছে কালী প্রতিমার কাজ। মৃৎশিল্পী সংগঠনের কর্তা বাবু পাল বলেন, বৃষ্টির জেরে ছাউনির বাইরে থাকা বেশ কিছু প্রতিমা অল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। তা নতুন করে তৈরি করা হচ্ছে। যাতে বড় কোনও ক্ষতি না হয়, তার জন্য অতিরিক্ত প্লাস্টিক, ত্রিপলের ব্যবস্থা করা হয়েছে। দ্রুত প্রতিমা শুকনোর জন্য বিকল্প কিছু ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
মৃৎশিল্পী অমর পাল বলেন, ‘সব থেকে আশার কথা যে বৃষ্টি হলেও বড় কোনও ঝড় বা দুর্যোগ ঘটেনি। তাহলে কুমোরটুলিতে ঘটত বড় ক্ষয়ক্ষতি। যা সামাল দেওয়া সম্ভব হতো না।’  শিল্পী জবাব পাল বলেন, ‘শনিবার থেকে যদি পরিস্থিতি স্বাভাবিক হয়, তাহলে আমাদের চিন্তা অনেকটাই দূর হবে।’ 
7h 7m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে উন্নতি ও কর্মসূত্রে বিদেশ গমন হতে পারে। বিলাস দ্রব্যের ব্যবসায় বেশি লাভের সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.১৯ টাকা১১০.৯৬ টাকা
ইউরো৮৯.৩৫ টাকা৯২.৭৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা