বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

টেটের খবর নিতে
টিভিতে চোখ পার্থ-মানিকের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রায় বছর পাঁচেক বাদে উত্সবের মেজাজে রাজ্যজুড়ে টেট অনুষ্ঠিত হল। এমন দিনে জেলে বসে কার্যত ছটফট করলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও প্রাথমিক পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। ইডি-সিবিআই বলছে, নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড এই দু’জন। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত হওয়ায় তাঁরা জেলের ভাত খাচ্ছেন। সেই বহু প্রতীক্ষিত শিক্ষক নিয়োগের পরীক্ষার দিন প্রেসিডেন্সি সংশোধনাগারে বসে কী করলেন পার্থ-মানিক?
জেল সূত্রে খবর, ইদানীং আর খবরের কাগজ পড়েন না পার্থ। কিন্তু রবিবার টেট হওয়ায় সকাল সকাল ঘুম থেকে উঠেই খবরের কাগজে চোখ রেখেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। টেট সংক্রান্ত একাধিক খবর খুঁটিয়ে পড়েছেন তিনি। এরপরেই টিভি খুলে বসে পড়েন তিনি। বেশ খানিকক্ষণ টিভি দেখার পর জেলকক্ষেই তাঁকে পায়চারি করতে দেখেন কারারক্ষীরা। একটা সময় টিভি বন্ধ করে গুম হয়ে বসে পড়েন। সোমবারই আবার তাঁকে সিবিআইয়ের মামলায় আলিপুর আদালতে হাজিরা দিতে হবে। জামিন কি হবে? হয়তো সেই চিন্তাই করছিলেন। অন্যদিকে, মানিক খবরের কাগজে চোখ রাখেন না। তাঁর কক্ষে টিভিও বিকল হয়ে পড়ে আছে কয়েকদিন হল। এদিন সকাল থেকেই কারারক্ষীদের তিনি বলতে থাকেন, টিভিতে কিছু দেখা যায় না। জেল সূত্রে খবর, তিনি হয়তো টেট বিষয়ক খোঁজখবর নেওয়ার জন্যই টিভি দেখতে চাইছিলেন। কারণ, অন্যান্য দিন তো টিভি দেখতে চান না। একটা সময় অন্য কক্ষে উঁকি দিয়ে টিভি দেখতে দেখা যায় তাঁকে।
অন্যদিকে শান্তিপ্রসাদ সিনহা, সুবীরেশ ভট্টাচার্য, আশোককুমার সাহার মতো জেলবন্দি আধিকারিকরা নির্বিকার থেকেছেন। টেট নিয়ে তাঁদের বিশেষ উত্সাহ দেখা যায়নি। তবে পার্থ-মানিকের টিভি ও খবরের কাগজে চোখ রাখার বহর দেখে একথা স্পষ্ট যে, টেটের বিষয়ে তাঁদের আগ্রহ রয়েছে ষোলোআনা।
25Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্ত্রীর  শরীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ সমস্যায় মানসিক চিন্তা ও উদ্বেগ। কাজকর্ম কমবেশি এগবে। অতিরিক্ত পরিশ্রমে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৫৩ টাকা৮৭.২৭ টাকা
পাউন্ড১০৩.৬৪ টাকা১০৭.৩২ টাকা
ইউরো৮৭.৩১ টাকা৯০.৬৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা