বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

রাত জাগল পাড়া, হাহাকারের মধ্যেই ‘হেলানো মিনার’ দেখতে তুমুল ভিড়

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘটে গিয়েছে চরম দুর্ভাগ্যজনক ঘটনা। ঠাঁইহারা হয়েছে একাধিক পরিবার। নিরাশা, আতঙ্ক সঙ্গী করে অজানা ভবিষ্যতের দিকে তাকিয়ে নেতাজি নগরের বিদ্যাসাগর কলোনির ভেঙে পড়া শুভ অ্যাপার্টমেন্টের বাসিন্দারা। তাঁদের জীবনে সাময়িকভাবে অন্ধকার নেমে এসেছে। আতঙ্কিত আশপাশের বাড়ির বাসিন্দারাও। মঙ্গলবার কার্যত রাত জাগল গোটা পাড়া। এর পাশাপাশি ঘটনার পর থেকেই ছবি তোলার হিড়িক পড়েছে। আশপাশের পাড়ার বাসিন্দারা তো বটেই, দূর থেকে এসে বহু মানুষ ‘ভাঙা বাড়ি’ দেখতে ভিড় জমাচ্ছেন। ছবি তুলছেন। লাইভ ভিডিও কলে ঘটনাস্থল দেখাচ্ছেন পরিচিতদের।
মঙ্গলবার দুপুরে ভেঙে গিয়ে হেলে পড়েছিল শুভ অ্যাপার্টমেন্ট। সেটির একতলা পুরোপুরি ভেঙে যায়। যার জেরে গোটা বিল্ডিংটি হেলে পড়ে পাশের একটি বাড়ির উপর। কোনওক্রমে ঠেকনা দিয়ে এখন দাঁড়িয়ে রয়েছে সেটি। বুধবার দেখা গিয়েছে, বাড়িটি আরও হেলে গিয়েছে। ঘটনার সময় বহুতলটিতে কোনও বাসিন্দা ছিলেন না। ফলে বড়সড় বিপদ ঘটেনি। বুধবার ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিলেন ওই বহুতলের বাসিন্দা সুরজিৎ সাহা, অর্পিতা বন্দ্যোপাধ্যায় পাল। তাঁদের চোখেমুখে এখনও আতঙ্ক। দু’জনে বললেন, ‘সারারাত দু’চোখের পাতা এক করতে পারিনি। খাওয়া-দাওয়া করার মতো মানসিকতা নেই। প্রোমোটার আশ্বাস দিয়েছিল। তারপর ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে। উল্টে সব শেষ হয়ে গেল। আসবাবপত্র সব নষ্ট। ঘরের ভিতরে আলমারিতে প্রয়োজনীয় জিনিসপত্র রাখা। সেগুলি বের করতে পারলে খুব উপকার হয়।’ তাঁর পাশে দাঁড়িয়ে কাঁদছিলেন শিউলি বক্সি। তিনি বলেন, ‘মাথার ছাদ হারিয়ে ফেললাম। কবে ফিরে পাব, জানি না।’
বাসিন্দাদের অভিযোগ, তৈরির কয়েক বছর পর থেকেই আবাসনটি মাটিতে বসতে শুরু করেছিল। বাড়িটির একদিক বেঁকেও গিয়েছিল। কয়েক মাস আগে পরিস্থিতি আরও খারাপ হয়। প্রোমোটার লিফটিং করার জন্য একটি সংস্থাকে কাজে লাগায়। তারা জ্যাক লাগিয়ে কাজ করছিল। সেই পদ্ধতিতে বাড়িটি সোজা করতে গিয়েই বিপত্তি ঘটেছে বলে মনে হচ্ছে। সারারাত ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে রয়েছি। এখন দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কোনও উপায় নেই। 
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্ত্রীর  শরীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ সমস্যায় মানসিক চিন্তা ও উদ্বেগ। কাজকর্ম কমবেশি এগবে। অতিরিক্ত পরিশ্রমে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৫৩ টাকা৮৭.২৭ টাকা
পাউন্ড১০৩.৬৪ টাকা১০৭.৩২ টাকা
ইউরো৮৭.৩১ টাকা৯০.৬৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা