বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

ভুয়ো পরিচয়ে বসবাস, বাংলাদেশি  তিন অনুপ্রবেশকারী ধৃত বারাসতে

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বাংলাদেশিদের ভুয়ো পরিচয়পত্র বানিয়ে দেওয়ার জন্য রীতিমতো চক্র চলছে। এই চক্রের চারজনকে আগেই গ্রেপ্তার করেছিল বারাসত থানার পুলিস। এবার চক্রের আরও একজনকে ধরল তারা। ধৃতের নাম সাবির আলি (৩৫)। বাড়ি দত্তপুকুর থানা এলাকায়। পাশাপাশি জাল পরিচয়পত্র বানিয়ে বছরখানেক ধরে বারাসতের নবপল্লিতে বসবাস করার অভিযোগে এক বাংলাদেশি মহিলা ও তাঁর দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিস। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, এই চক্রে ধৃত সমীর দাসকে নিজেদের হেফাজতে নিয়েই সাবিরের নাম জানতে পারে পুলিস। মঙ্গলবার রাতে তদন্তকারীদের কাছে খবর আসে বারাসতের হেলাবটতলা মোড় সংলগ্ন এলাকায় অভিযুক্ত রয়েছে। সেখানে থেকেই তাকে গ্রেপ্তার করে পুলিস।
একইভাবে পুলিস আরও জানতে পারে, চট্টগ্রামের বাসিন্দা মুনমুন ভট্টাচার্য ও তাঁর দুই ছেলে অমিত ও প্রমিথ এই চক্রের সহায়তায় জাল পরিচয়পত্র বানিয়ে বারাসতের নবপল্লিতে রয়েছেন। সেখানে গিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। মুনমুনের হেফাজত থেকে বাংলাদেশি পাসপোর্টও উদ্ধার করেছে পুলিস। তাঁদের জেরা করে পুলিস জানতে পারে, জাল পরিচয়পত্র বানিয়ে এক বছর ধরে এখানে রয়েছেন তাঁরা। আর কতজন বাংলাদেশি এভাবে ভুয়ো পরিচয়পত্র বানিয়ে এদেশে রয়েছেন, এই চক্রের সঙ্গে আর কে কে যুক্ত, সেসব এখন জানতে চায় পুলিস। বুধবার তাই ধৃত চারজনকে বারাসত আদালতে তোলা হলে প্রত্যেকের চারদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্ত্রীর  শরীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ সমস্যায় মানসিক চিন্তা ও উদ্বেগ। কাজকর্ম কমবেশি এগবে। অতিরিক্ত পরিশ্রমে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৫৩ টাকা৮৭.২৭ টাকা
পাউন্ড১০৩.৬৪ টাকা১০৭.৩২ টাকা
ইউরো৮৭.৩১ টাকা৯০.৬৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা