বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

মিনাখাঁ-কেশপুর বিস্ফোরণে এনআইএ তদন্ত
হবে কি না, সিদ্ধান্ত নিক কেন্দ্রই: হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বীরভূমের সাঁইথিয়ার পর এবার উত্তর ২৪ পরগনার মিনাখাঁ ও পশ্চিম মেদিনীপুরের কেশপুর। এই দুই জায়গায় বোমা বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্ত দরকার কি না, সেই সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারকেই নিতে হবে। এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 
এই দুই বিস্ফোরণের ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা তথা এনআইএ তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা করেছিলেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস। মঙ্গলবার সেই মামলার শুনানির পর প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ নির্দেশে জানিয়েছে, এই দুই ঘটনার রিপোর্ট খতিয়ে দেখে এনআইএ তদন্তের বিষয়ে ১৫ দিনের মধ্যে কেন্দ্রীয় সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। এদিন মামলার শুনানিতে রাজ্য জানিয়েছে, মিনাখাঁর বিস্ফোরণ নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রকে রিপোর্ট পাঠানো হয়েছে। কেশপুর নিয়েও দ্রুত রিপোর্ট পাঠানো হবে।
উল্লেখ্য, ১৬ নভেম্বর উত্তর ২৪ পরগনার মিনাখাঁ থানার চাঁপালি গ্রাম পঞ্চায়েতের বকচোরা গ্রামে তৃণমূল কর্মী আবুল হোসেন গায়েনের বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটে। তাতে আবুলের ভাগ্নি ৮ বছরের শিশু ঝুমা খাতুনের মৃত্যু হয়। পরে আবুলকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে ১৭ নভেম্বর পশ্চিম মেদিনীপুরের কেশপুরে বোমা বিস্ফোরণের ঘটনায় এক তৃণমূল কর্মীর হাত উড়ে যায়। জখম হন বেশ কয়েকজন। এই দুই ঘটনায় এনআইএ‌ তদন্ত হবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কেন্দ্রের উপরই ছাড়ল হাইকোর্ট।
25Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্ত্রীর  শরীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ সমস্যায় মানসিক চিন্তা ও উদ্বেগ। কাজকর্ম কমবেশি এগবে। অতিরিক্ত পরিশ্রমে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৫৩ টাকা৮৭.২৭ টাকা
পাউন্ড১০৩.৬৪ টাকা১০৭.৩২ টাকা
ইউরো৮৭.৩১ টাকা৯০.৬৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা