Bartaman Patrika
বিনোদন
 

‘ইন্ডাস্ট্রিকে ইমপ্রেস করার লক্ষ্যে নয়, খাদান বানিয়েছি দর্শকের জন্য’

জন্মদিনে ‘খাদান’ নিয়ে আড্ডায় নানা কথা শেয়ার করলেন দেব।  

হ্যাপি বার্থডে...
ও তাই! আজ আমার জন্মদিন (হাসি)! থ্যাঙ্ক ইউ...।   

‘খাদান’ এবারের জন্মদিনটা স্পেশাল করে দিল তো!
বাংলা সিনেমার ব্যবসার গ্রাফটা বদলেছে মনে হচ্ছে?

আপনার হিসেব সেকথাই তো বলছে, নাকি? 
এখন যা ট্রেন্ড প্রতিদিন প্রায় এক কোটি টাকার ব্যবসা করছে।

এত পরিশ্রমের পর এবার স্বস্তি হচ্ছে তো? 
রিলিফ লাগছে না। বরং টেনশন বেড়ে গেল। পরের ছবিটা এর থেকেও বড় কী করে করব, সেটা টেনশন! এই ছবিটা করতে তিন বছর লাগল। পরের ছবিটা করতে আরও তিন বছর লাগলে সমস্যা হয়ে যাবে (হাসি)। আসলে প্রত্যাশা বেড়ে গেল। আমিই আমার প্রতিযোগী। ‘খাদান’ আমার জীবনে নিজের সঙ্গে এমন একটা প্রতিযোগিতা তৈরি করে দিল, সেটা কীভাবে ভাঙব, তা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছি। 

পরের বছর কি ‘খাদান ২’ আসবে?
পরের বছরই হবে না। ২০২৬-তে প্ল্যান করছি।

‘খাদান’ বাংলা কমার্শিয়াল ছবির কোন কোন অভাব পূর্ণ করল?
আমার মনে হয়, ঠিকঠাক মেনস্ট্রিম ছবি দেখার খিদে তৈরি হয়েছিল দর্শকের। আমার মধ্যে এই ধরনের ছবি করার যতটা খিদে ছিল, দর্শকের মধ্যে দেখার খিদেও ছিল। সেই দুটো কোথাও মিলে গিয়ে এক হয়ে গিয়েছে। এরপর হচ্ছে কানেকশন। ‘খাদান’ নিয়ে আমরা যে বেঙ্গল ট্যুর করলাম, সেখানে ছবিটা নিয়ে মানুষকে বোঝাতে সক্ষম হয়েছি।

সাফল্যটা কীভাবে দেখছেন?
দারুণ প্রশ্ন। এটার উত্তর দিতে চাই। সাউথ সিটিতে যেমন প্রতিদিন দর্শককে নাচতে দেখছি। তেমনই মুর্শিদাবাদের হলে গিয়েও দর্শক নাচছেন, সেটা দেখছি। লোকে বলত, বাংলা কমার্শিয়াল সিনেমা চলে না। কলকাতার বাইরে শুধু হিন্দি ছবি চলে। যে কোনও সিঙ্গল স্ক্রিনে খবর নিতে পারেন, প্রতিদিন খাদান রেকর্ড করছে। গ্রামবাংলা জুড়ে যে উত্তেজনা, সেটা আনন্দের। এমন চাহিদা তৈরি হয়েছে, মাটিতে বসে লোকে ছবি দেখছে।

কোন দায়িত্বটা সবথেকে বেশি এনজয় করলেন? 
যদি সত্যি কথা জিজ্ঞেস করেন, ছবিটা জুড়ে ক্রিয়েটিভ ডিরেক্টরের টুপিটা পরে সবথেকে বেশি আনন্দ পেয়েছি। এটা আমার স্বপ্নের প্রজেক্ট। প্রতিটা লোকেশন আমার বাজেটের মধ্যে কীভাবে মাউন্টিং করব, অন্য ভাষার ৫০০ কোটির ছবির সঙ্গে লড়াই করব, সেটা আমার চ্যালেঞ্জ। আমার দর্শক যেন কোথাও মনে না করেন, আমরা পিছিয়ে রয়েছি। হিন্দি, ইংরেজি, বাংলার আরও নানা ছবির মধ্যে আমরা হল বাড়ানোর জন্য লড়ছি। ২০২৪-এই আমি বাংলা মেনস্ট্রিম ছবি রিলিজ করব, এই সিদ্ধান্তটা নেওয়াটাও চ্যালেঞ্জের ছিল। ‘প্রজাপতি ২’ অ্যানাউন্স করা হয়ে গিয়েছিল। কিন্তু আমার মনে হয়েছিল, ফ্যামিলি ড্রামা থেকে অন্তত এক বছরের বিরতি চাই। 

সব চ্যালেঞ্জেই তো উতরে গিয়েছেন?
‘খাদান’-এর সাফল্য আমার কাছে কতটা তৃপ্তির, সেটা বলে বোঝাতে পারব না। কারণ এই ছবিটাতে অনেকগুলো ঝুঁকি নিয়ে নিয়েছিলাম। অনেকগুলো সম্পর্ক ‘খাদান’-এর সঙ্গে জুড়ে ছিল। যদি এই সিনেমাটা না চলত, অনেকগুলো মানুষকে বোঝাতেই আমার এক বছর লেগে যেত। 

২০২৪-এর সেরা প্রাপ্তি এই ছবিটাই?
দেখুন, অভিনেতা হিসেবে নিজেকে বরাবর ভাঙতে চাই। ভেঙেওছি। এবছর ‘টেক্কা’ও খুব পরীক্ষামূলক ছবি ছিল। নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। সেই সাহস আমি সব সময় দেখিয়েওছি। এই চ্যালেঞ্জটা নিজেকে ছুড়ে দিতে ভালোই লাগে। আমি প্রসেসটা এনজয় করি।

নতুনদের সুযোগ দেওয়াটাও তো ঝুঁকির ছিল?
এই ঝুঁকি তো নিতেই হবে। পার্থ, সুমিত গাঙ্গুলি, রাজা দত্ত, এরা এখন কাজ পায় না, হারিয়েই গিয়েছে। কেউ যাত্রা করছে, কেউ মাচা করে সংসার চালাচ্ছে। তাদের তুলে নিয়ে আসা, তাদের উপর ভরসা করা, সেটাও গুরুত্বপূর্ণ।

শেষ প্রশ্ন, ‘বাঙালি কাঁকড়ার জাত’ সেই প্রবাদটা এই জার্নিতে মনে পড়ছে?
(হা হা হা) ভালো বলেছেন। এবারেও যদি আমার সঙ্গে কেউ সহযোগিতা না করেন, তাহলে আর কখন করবেন? একটা ছবি তো চলছে। ‘পুষ্পা’, ‘কেজিএফ’-এর সঙ্গে ‘টনিক’ দিয়ে তো লড়াই করতে পারব না। ‘খাদান’ দিয়েই লড়াই করতে হবে, সেটা প্রমাণ হল আজ। দেখুন, আমি ভিক্ষে চাই না। ছবিটা ইন্ডাস্ট্রির লোকেদের ইমপ্রেস করার জন্য বানাইনি। ছবিটা বানিয়েছি দর্শকের জন্য। তাঁরা রমরমিয়ে দেখছেন। আমি খুশি। আমার লড়াইটা আমার একার তো। যিনি সঙ্গে এলেন, ভালো কথা। যিনি এলেন না, তাঁকে নিয়ে আমার দুঃখ নেই। সবাইকে শুভেচ্ছা। সকলের ছবি ভালো চলুক। কিন্তু যে ছবিটা চলছে, সেটাকেও চলতে দেওয়া হোক। 
স্বরলিপি ভট্টাচার্য
পুষ্পা ২: পদপিষ্টের ঘটনার ২০ দিন পর জ্ঞান ফিরল গুরুতর আহত কিশোরের, জানালেন বাবা

হায়দরাবাদে ‘পুষ্পা ২’-র প্রিমিয়ারে পদপিষ্টের ঘটনার ২০ দিন পর জ্ঞান ফিরল গুরুতর আহত কিশোরের। গতকাল, মঙ্গলবার এমনটাই জানিয়েছেন ওই কিশোরের বাবা।
বিশদ

যুবরাজের বায়োপিকে সিদ্ধান্ত?

ক্রিকেট তারকা যুবরাজ সিংয়ের বায়োপিক তৈরি হচ্ছে বলিউডে। গত অগস্টেই এমন ঘোষণা হয়েছিল। কিন্তু মুখ্য চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে এতদিন জল্পনা চলছিল। অবশেষে সামনে এল একটি নাম। সিদ্ধান্ত চতুর্বেদি। বিশদ

জেরার মুখে ‘পুষ্পা’

‘পুষ্পা ২’ ছবির সাফল্যের মাঝেই চিন্তার ভাঁজ অল্লু অর্জুনের কপালে। ছবির প্রিমিয়ারে এক মহিলার পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় পুলিসের প্রশ্নের মুখোমুখি হন দক্ষিণী তারকা। মঙ্গলবার তাঁকে ডেকে পাঠানো হয়েছিল। এদিন সকাল এগারোটায় তিনি পৌঁছে যান হায়দরাবাদের চিক্কড়পল্লি থানায়। শুরু হয় জিজ্ঞাসাবাদ। বিশদ

শানের আবাসনে আগুন

মুম্বইতে গায়ক শানের আবাসনে মঙ্গলবার আগুন লাগল। পশ্চিম বান্দ্রার ফ্ল্যাটে আগুন লাগার ঘটনায় একজন জখম হয়েছেন বলে খবর। জানা গিয়েছে, মঙ্গলবার ভোররাতে ওই আবাসনের সাততলায় আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। খবর দেওয়া হয় দমকলে। বিশদ

‘প্রেম’ আয়ুষ্মান

নতুন প্রেমের খোঁজ পেলেন পরিচালক সুরজ বরজাতিয়া। ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘হাম সাথ সাথ হ্যায়’, ‘প্রেম রতন ধন পাও’-এর মতো একাধিক ছবির হাত ধরে ‘প্রেম’কে চেনেন দর্শক। দীর্ঘদিন ধরেই নতুন জেনারেশনের প্রেমের খোঁজ চলছিল। বিশদ

প্রয়াত শ্যাম বেনেগাল

ছোটবেলায় কলকাতায় সাঁতার কম্পিটিশন এসে প্রথম ‘পথের পাঁচালী’ দেখা। সেটাও প্রায় ১২ বার। কতই বা বয়স তখন.. বছর কুড়ি। তার অনেক আগেই মাথায় সিনেমার পোকাটা নড়ে উঠেছে। বাবা চিত্রগ্রাহক। দূরসম্পর্কের আত্মীয় অভিনেতা-পরিচালক গুরু দত্ত স্বয়ং।
বিশদ

24th  December, 2024
‘উনি আসলে এক মন্দির’

গল্প বলতেন শ্যাম বেনেগাল। চমৎকার সেসব গল্প। কেমন মিউজিক হতে পারে, তার একটা ধাঁচ বলতেন। তারপর বলতেন, তুমি কিছু একটা বানিয়ে শোনাও। তোমার সুর শুনে আমি কীভাবে করব,‌ তার ধারণা তৈরি হবে
বিশদ

24th  December, 2024
মরীচিকার খোঁজ 

সাইকোলজির প্রফেসর ডঃ অনির্বাণ সেনগুপ্ত পাহাড়ের কোলে এক ছিমছাম বাড়িতে একাই থাকে। মাঝে মাঝে ছোট্ট মেয়ে তিন্নি তার অনি আঙ্কেলের বাড়ি বেড়াতে আসে। এহেন অনির্বাণের নিস্তরঙ্গ জীবনে হঠাৎ একদিন ক্রাইম ব্রাঞ্চ-এর অফিসার রজত আসে। বিশদ

24th  December, 2024
থ্রিলারে প্রিয়াঙ্কা

থ্রিলার দেখতে ভালোবাসেন দর্শক। কিন্তু সেই থ্রিলার হতে হবে টানটান। তেমনই একটি থ্রিলার ‘বৃষ্টির রাত্রি’ তৈরি করছেন পরিচালক পায়েল চৌধুরী। মুখ্য চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার। জয়ন্ত মুখোপাধ্যায় প্রযোজিত এই ছবির ফার্স্ট লুক মুক্তি পেল। বিশদ

24th  December, 2024
অল্লুর বাড়িতে বিক্ষোভ

বিতর্ক ও বক্স অফিস কালেকশন— পাল্লা দিয়ে বাড়ছে ‘পুষ্পা ২’-এর ক্ষেত্রে। কয়েকদিন আগে একদিনের মধ্যে গ্রেপ্তারি, জেল হেফাজৎ ও জামিন হয়েছে অল্লুর। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বিতর্কে পর্দার ‘পুষ্পা’।
বিশদ

23rd  December, 2024
অ্যাকশনে লক্ষ্য  

ফের করণ জোহরের ধর্মা প্রযোজনা সংস্থার হাত ধরছেন অভিনেতা লক্ষ্য। ধর্মার ‘কিল’ ছবির হাত ধরে তাঁর বলিউড জার্নি শুরু হয়। তারপর ধর্মার অধীনে অনন্যা পান্ডের সঙ্গে ‘চাঁদ মেরা দিল’ ছবিতে জুটি বাঁধছেন তিনি।
বিশদ

23rd  December, 2024
বড়দিনের প্রস্তুতি

পুরোদমে বড়দিনের প্রস্তুতি শুরু করলেন বলি পাড়ার তারকারা। রবিবার ক্রিসমাস উপলক্ষ্যে সাজানো গাছের সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। সদ্য আম্বানি পরিবারের তরফে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল।
বিশদ

23rd  December, 2024
রশ্মিকার শ্যুটিং

একটি হরর কমেডি ছবির হাত ধরে জুটি বাঁধছেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা ও আয়ুষ্মান খুরানা। ছবির নাম ‘থামা’। গত ৩০ অক্টোবর ছবির ঘোষণা হয়েছিল। সদ্য এই সিনেমার শ্যুটিং শুরু করলেন তাঁরা। আয়ুষ্মান ও রশ্মিকা ছাড়াও এই ছবিরতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পরেশ রাওয়াল।
বিশদ

23rd  December, 2024
গুঞ্জনে সিলমোহর?

প্রেমের গুঞ্জনে কি সিলমোহর দিলেন অভিনেত্রী তৃপ্তি দিমরি? তাঁর সাম্প্রতিক পোস্ট সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। সরাসরি কিছু না বললেও ইঙ্গিতে যেন তিনি বুঝিয়ে দিলেন, প্রেমের সম্পর্কে রয়েছেন ব্যবসায়ী স্যাম মার্চেন্টের সঙ্গে। কেন?
বিশদ

23rd  December, 2024
একনজরে
লোকসভায় সাংসদ সংখ্যা ২। জাতীয় দলের মর্যাদাও আগেই হারিয়েছে। এই অবস্থায় ২৬ ডিসেম্বর ১০০ বছরে পা দিচ্ছে ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই)। সেই উপলক্ষ্যে বছরভর উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে নেতৃত্ব। ...

১০০ দিনের কাজ বন্ধ থাকায় গত দু’টি অর্থবর্ষে সেভাবে নতুন করে আর ম্যানগ্রোভের চারা লাগানো হয়নি। এই দু’বছরে যেটুকু গাছ হয়েছে, তা প্রাকৃতিক উপায়ে বীজ পড়ে। দুর্যোগ এই অঞ্চলে পালা করে আসে। তার জেরেই ক্ষতির মুখে পড়ে বাদাবন। ...

চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে বার বার যা বিরাট কোহলির ঘাতক হয়ে উঠেছে। পারথের দ্বিতীয় ইনিংসের সেঞ্চুরি বাদ দিলে বাকি চার ইনিংসে তাঁর সংগ্রহ মাত্র ২৬। এবং ...

শেখ হাসিনাকে অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। সোমবার দিল্লিকে এমনই কূটনৈতিক বার্তা পাঠিয়েছিল বাংলাদেশ। বিচার প্রক্রিয়া শুরুর জন্যই হাসিনাকে ফেরত চাওয়া হচ্ছে বলে জানিয়েছিল তত্ত্বাবধায়ক ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

অর্থপ্রাপ্তির ক্ষেত্রটি বেশ অনুকূল। ব্যবসা, পেশা প্রভৃতি সব কর্মেই কমবেশি উন্নতি ও প্রসারের যোগ। ধর্ম ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বড়দিন
১৬৪২: পদার্থবিদ ও গণিতজ্ঞ স্যার আইজ্যাক নিউটনের জন্ম
১৭৫৮: হ্যালির ধূমকেতু প্রথম দেখা যায়
১৭৭১: দ্বিতীয় শাহ আলম মোগল সম্রাট হিসেবে দিল্লির সিংহাসনে বসেন
১৮৬১: শিক্ষাবিদ পণ্ডিত মদনমোহন মালব্যের জন্ম
১৮৭৬:পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর জন্ম
১৯১৯: সঙ্গীত পরিচালক নওশাদের জন্ম
১৯১৯: সত্যজিৎ রায়ের পথের পাঁচালীতে "সর্বজয়া" ভূমিকায় অভিনয় করা বিশিষ্ট অভিনেত্রী করুণা বন্দ্যোপাধ্যায়ের জন্ম
১৯২৪: ভারতের দশম প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ির জন্ম
১৯২৫: কাজী নজরুল ইসলামের সম্পাদনায় লাঙল পত্রিকা প্রথম প্রকাশিত হয়
১৯৬৩: কৌতুকাভিনেতা রাজু শ্রীবাস্তবের জন্ম
১৯৬৫: যোগগুরু রামদেবের জন্ম
১৯৭০: অভিনেত্রী নাগমার জন্ম
১৯৭৭:  অভিনেতা চার্লি চ্যাপলিনের মৃত্যু
১৯৮২: অভিনেতা দেব-এর জন্ম 
২০১৮: কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৪.২৮ টাকা ৮৬.০২ টাকা
পাউন্ড ১০৪.৮৬ টাকা ১০৮.৫৭ টাকা
ইউরো ৮৬.৮৬ টাকা ৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৬,১০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৬,৫০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭২,৭০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৮,২০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৮,৩০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১০ পৌষ, ১৪৩১, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪। দশমী ৪০/৩০ রাত্রি ১০/৩০। চিত্রা নক্ষত্র ২২/৪০ দিবা ৩/২২। সূর্যোদয় ৬/১৮/২৩, সূর্যাস্ত ৪/৫৫/১৫। অমৃতযোগ দিবা ৭/০ মধ্যে পুনঃ ৭/৪৩ গতে ৮/২৫ মধ্যে পুনঃ ১০/৩৩ গতে ১২/৪০ মধ্যে। রাত্রি ৫/৪৯ গতে ৬/৪২ মধ্যে পুনঃ ৮/২৯ গতে ৩/৩৮ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৭/০ গতে ৭/৪৩ মধ্যে পুনঃ ১/২৩ গতে ৩/৩০ মধ্যে। বারবেলা ৮/৫৮ গতে ১০/১৮ মধ্যে পুনঃ ১১/৩৭ গতে ১২/৫৭ মধ্যে। কালরাত্রি ২/৫৮ গতে ৪/৩৯ মধ্যে। 
৯ পৌষ, ১৪৩১, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪। দশমী রাত্রি ৯/৪৭। চিত্রা নক্ষত্র দিবা ৩/৩২। সূর্যোদয় ৬/২১, সূর্যাস্ত ৪/৫৪। অমৃতযোগ দিবা ৭/৬ মধ্যে ও ৭/৪৮ গতে ৮/৩১ মধ্যে ও ১০/৩৯ গতে ১২/৪৭ মধ্যে এবং রাত্রি ৫/৫৭ গতে ৬/৫০ মধ্যে ও ৮/৩৭ গতে ৩/৪৩ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৭/৬ গতে ৭/৪৮ মধ্যে ও ১/৩০ গতে ৩/৩৮ মধ্যে। কালবেলা ৯/০ গতে ১০/১৯ মধ্যে ও ১১/৩৮ গতে ১২/৫৭ মধ্যে। কালরাত্রি ৩/০ গতে ৪/৪১ মধ্যে। 
২২ জমাদিয়স সানি।

ছবি সংবাদ

এই মুহূর্তে
জম্মু ও কাশ্মীরের লাল চকে পর্যটকদের ভিড়

06:57:00 PM

নীতীশ কুমার ও নবীন পট্টনায়েককে ভারতরত্ন দেওয়ার দাবি কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের

06:32:16 PM

ভিমতালে বাস দুর্ঘটনা: হতাহতদের আর্থিক সাহায্যের ঘোষণা
উত্তরাখণ্ডের ভিমতালের কাছে একটি খাদে পড়ল যাত্রীবাহী বাস। আর সেই ...বিশদ

06:24:00 PM

দিল্লিতে সংসদের কাছেই গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির, ভর্তি হাসপাতালে

06:23:44 PM

ক্রিসমাস উপলক্ষ্যে হিমাচল প্রদেশের ধরমশালায় একটি গির্জায় ভিড়

06:20:00 PM

বিহার পাবলিক সার্ভিস কমিশনের বিরুদ্ধে পাটনায় বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিপ্রার্থীরা

06:15:00 PM