অর্থপ্রাপ্তির ক্ষেত্রটি বেশ অনুকূল। ব্যবসা, পেশা প্রভৃতি সব কর্মেই কমবেশি উন্নতি ও প্রসারের যোগ। ধর্ম ... বিশদ
দ্য ল্যানসেট রিজিওনাল হেল্থ সাউথ-ইস্ট এশিয়াতে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, গত ছ’বছরে ভারতে ক্যান্সার আক্রান্তদের সঠিক সময়ের চিকিৎসার সম্ভাবনা ৩৬ শতাংশ বেড়েছে। এজন্য আয়ুষ্মান ভারত-পিএম জন আরোগ্য যোজনার অবদানের উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, ছ’ বছর আগে ২০১৮ সালে এই প্রকল্প চালু করেছিল মোদি সরকার। সংবাদমাধ্যমে প্রকাশিত এই রিপোর্টই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে পিএমও।
করোনা পর্বের সময় চিকিৎসা সংক্রান্ত এই পত্রিকার সম্পাদকীয়তে মহামারী মোকাবিলায় মোদি সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেছিল। করোনার দ্বিতীয় ঢেউয়ে অক্সিজেন সরবরাহ, টিকার ঘাটতি, হাসপাতালে শয্যার অভাবের মতো সমস্যা দেখা গিয়েছিল। ওই সমস্যাকে মোদি সরকারের নিজের তৈরি সঙ্কট বলে সমালোচনা করেছিল ল্যানসেট। অন্য একটি রিপোর্টে ভারতে করোনায় মৃতের সংখ্যা কম করে দেখানোর মতো অভিযোগও করা হয়েছিল। মোদি সরকার ওই রিপোর্টকে ‘মনগড়া ও ভুল তথ্য সমন্বিত’ বলে খারিজ করে দিয়েছিল। এবার সাফল্যের খতিয়ান হিসেবে সেই ল্যানসেটেরই রিপোর্ট শেয়ার করল কেন্দ্র।