অর্থপ্রাপ্তির ক্ষেত্রটি বেশ অনুকূল। ব্যবসা, পেশা প্রভৃতি সব কর্মেই কমবেশি উন্নতি ও প্রসারের যোগ। ধর্ম ... বিশদ
অন্যদিকে, কুমিল্লায় মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা পরিয়ে ঘোরানোর ঘটনা ঘিরে শোরগোল চলছে। এরইমধ্যে ফের হামলার মুখে পড়লেন ওই মুক্তিযোদ্ধা ও তাঁর পরিবারের সদস্যরা। তাঁদের হাত থেকে অভিযোগপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠল। নির্যাতনের শিকার মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু অভিযোগ তুলেছেন, তিনি অভিযোগপত্র নিয়ে থানায় আসার সময় সেটি ছিনিয়ে নিয়েছে দুষ্কৃতীরা। ফেনির জেলা আদালতের সামনে এই ঘটনা ঘটে। কানুর পরিবারের সদস্যরা জানিয়েছেন, এক আইনজীবীর সঙ্গে আলোচনা সেরে অভিযোগপত্র নিয়ে থানায় যাওয়ার জন্য আদালত ভবন থেকে বের হতেই ২০-৩০ জন তাঁদের ঘিরে ধরে। এই ঘটনাতেও জামাত-শিবিরের দিকেই আঙুল উঠেছে। কানু বলেন, ‘আমার শরীর ভালো নয়। এই বয়সে এত লাঞ্ছনা সহ্য হয় না। এমন অবস্থায় কীভাবে বিচার পাব, জানি না।’ পুলিস সূত্রে খবর, রবিবার কানুকে নিগ্রহের ঘটনায় পাঁচজনকে আটক করা হলেও মঙ্গলবার বিকেল পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনও মামলা দায়ের হয়নি। চাপের মুখে পড়ে এই ঘটনায় জামাত দু’জনকে বহিষ্কার করেছে।