সংবাদদাতা, গঙ্গারামপুর: মঙ্গলবার হরিরামপুর থানার জোতগৌরী এলাকায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত একই পরিবারের তিনটি বাড়ি। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ক্ষতিগ্রস্তদের নাম হবিবুর রহমান, ওহেদুর রহমান, আজাদুর রহমান। তাঁদের দাবি, মঙ্গলবার দুপুরে হাই ভোল্টেজের তার ছিঁড়ে পড়ে তিনটি বাড়ির উপরে। পাকা বাড়িতে টিনের চাল থাকায় আগুন লেগে যায়। খবর দেওয়া হয় বুনিয়াদপুর দমকল বিভাগে। ঘরের ভিতরে থাকা হবিবুরের চার বছরের শিশুকন্যার দুই হাত আগুনে ঝলসে যায়। হরিরামপুর থানার আইসি অভিষেক তালুকদারের নেতৃত্বে পুলিস বাহিনী এলাকায় পৌঁছে আহত শিশুকে হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য। বিদ্যুৎ দপ্তরের সঙ্গে যোগাযোগ করে হাই ভোল্টেজ তারের বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণ করলেও তিন ভাইয়ের ঘরের জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। বুনিয়াদপুর দমকল বিভাগের ওসি শান্তনু মজুমদার বলেন, হরিরামপুরে অগ্নিকাণ্ডের ঘটনার পর যখন ঘটনাস্থলে গিয়েছিলাম, হাই ভোল্টেজ বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে থাকতে দেখি। তারপর আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত তিনটি পরিবার বিদ্যুৎ দপ্তর, থানা ও হরিরামপুরের বিডিওর কাছে লিখিত অভিযোগে হাই ভোল্টেজের তার ছিঁড়েই অগ্নিকাণ্ডের কথা উল্লেখ করেছেন।
তবে, বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা জানান, আগুনের তাপে হাই ভোল্টেজ তার গলে পড়ে গিয়েছে। বিদ্যুৎ দপ্তরের বুনিয়াদপুরের এক আধিকারিক বলেন, প্রথমে তিনটি বাড়ির মধ্যে একটির রান্নাঘরে আগুন লাগে। হাই ভোল্টেজের তার আগুনের তাপে ছিঁড়ে গিয়েছে। আমরা বাড়ির মালিকের কাছে রিপোর্ট নিয়েছি। শীতে কোনও লোড নেই। তিনটি তার একসঙ্গে কখনোই ছিঁড়ে পড়বে না। যা বলা হচ্ছে, সম্পূর্ণ ভিত্তিহীন।
রিরামপুরে জোতগৌরী এলাকায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত বাড়ি।-নিজস্ব চিত্র