অর্থপ্রাপ্তির ক্ষেত্রটি বেশ অনুকূল। ব্যবসা, পেশা প্রভৃতি সব কর্মেই কমবেশি উন্নতি ও প্রসারের যোগ। ধর্ম ... বিশদ
এদিকে, অটো ধরতে এসে যাত্রীরাও অনেক সময় সমস্যায় পড়ছেন। তাই অবিলম্বে এর সমাধান চেয়ে শহরে একটি স্থায়ী অটোস্ট্যান্ডের দাবিতে সরব হয়েছেন অটোচালক থেকে সাধারণ মানুষ। এ ব্যাপারে তুফানগঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান তনু সেন বলেন, এই মুহূর্তে শহরে অটোস্ট্যান্ড করার মতো কোনও জায়গা নেই। শহরের পাশে কোথাও করা যায় কি না, তা খোঁজ নিয়ে দেখা হবে।
শহরের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুব্রত দাস বলেন, তুফানগঞ্জ শহর থেকে বহু মানুষ অটোতে করে গ্রামগঞ্জের বিভিন্ন জায়গায় যাতায়াত করে। তা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনও স্ট্যান্ড গড়ে ওঠেনি। ব্যস্ত সময়ে রাস্তার পাশ থেকে যেভাবে অটোয় যাত্রী তোলা এবং নামানো হয় এতে যানজটের সমস্যার পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও থাকে। অবিলম্বে নির্দিষ্ট জায়গায় অটোস্ট্যান্ডের দাবি জানাচ্ছি।
অটোচালক রাজেশ দাস বলেন, তুফানগঞ্জ শহর থেকে অন্তত ৩০০ অটো প্রতিদিন চলাচল করে। এখনও পর্যন্ত কোনও স্থায়ী স্ট্যান্ড নেই বলেই রাস্তার ধারে দাঁড়িয়ে যাত্রী তুলতে বাধ্য হই আমরা। এর সমাধান জরুরি। তুফানগঞ্জ মহকুমা অটো ইউনিয়নের সম্পাদক স্বপন বর্মন বলেন, আমরা দীর্ঘদিন থেকে অটোস্ট্যান্ডের দাবি করে আসছি। বিষয়টি নিয়ে আবারও প্রশাসনের দ্বারস্থ হব।