হঠাৎ নেওয়া সিদ্ধান্তে বিপদে পড়তে পারেন। চলচিত্র ও যাত্রা শিল্পী, পরিচালকদের শুভ দিন। ধনাগম হবে। ... বিশদ
এই গানটিকেই কেন বেছে নিলেন? এ প্রসঙ্গে নূপুর বললেন, ‘নজরুল ইসলামের এই গানটি স্বাধীনতা সংগ্রামীদের বার বার উদ্বুদ্ধ করেছে। স্বাধীনতার লড়াইয়ের সঙ্গে এই গান ছিল ওতপ্রোতভাবে জড়িয়ে। গানটি অনুপ্রাণিত করেছে নেতাজি সুভাষচন্দ্র বসুকেও। তাই ৭৫তম স্বাধীনতা দিবসে আমি এই গানটিই বেছে নিয়েছি।’ বিদ্রোহী কবি সম্পর্কে গায়িকা নূপুরের প্রপিতামহ। প্রতি বছরই স্বাধীনতা দিবস উপলক্ষে একটি ভিডিও অ্যালবাম করার চেষ্টা করেন তিনি। গত বছর তিনি গেয়েছিলেন ‘ধন ধান্য পুষ্প ভরা’।
গায়িকার ইউটিউব অ্যাকাউন্টে ‘চল চল চল’ অ্যালবামটি দেখা যাচ্ছে। গত রবিবার অ্যালবামটি প্রকাশের পর থেকেই বহু নেট নাগরিক সেটি দেখেছেন। এখনও পর্যন্ত অ্যালবামটির ভিউয়ার প্রায় ২৫ হাজার। শ্রোতাদের কাছ থেকে এই ধরনের প্রতিক্রিয়া পেয়ে আপ্লুত গায়িকা।
নজরুলগীতি নিয়ে আগেও কাজ করেছেন নূপুর। তার মধ্যে উল্লেখযোগ্য— ‘মোমের পুতুল’, ‘শুকনো পাতার’। কলকাতায় নজরুল তীর্থ উদ্বোধনের সময় ‘মনে পড়ে’ নামে নূপুরের প্রথম নজরুলগীতির অ্যালবাম প্রকাশিত হয়েছিল। সেখানে ছিল সাতটি গান। ভবিষ্যতে নজরুলের গান নিয়ে আরও কাজ করতে চান তিনি।