গ্রামের মানুষদের সরল জীবনযাত্রার খুব সাধারণ গল্প ‘দৃষ্টি’। এই সরল জীবনের মধ্যেই হঠাত্ নেমে আসে অন্ধকারের ছায়া। জটিল অঙ্কের মধ্যে কাটতে থাকে জীবন। শিবা মানে শিবপ্রসাদ হল গ্রামে বসবাসকারী এক বিবাহিত পুরুষ। মাছের ব্যবসা করে সুখে শান্তিতে দিন কেটে যায়। তাদের সর্বক্ষণের সঙ্গী হল প্রতিবেশী রাম ও তার স্ত্রী। একদিন শিবা কালীমন্দির থেকে পুজো দিয়ে ফেরার সময় দেখে একটি মেয়ে এক কোণায় বসে কান্নাকাটি করছে। শিবা এগিয়ে যায় মেয়েটির দিকে। জানতে পারে মেয়েটির বাবা-মা অভাবের তাড়নায় আত্মহত্যা করেছে। পরোপকারী শিবা মেয়েটিকে ফেলে আসতে পারে না। মেয়েটিকে বাড়ি নিয়ে এসে বোনের মতো ভালোবাসতে থাকে। আনন্দে দিন কাটছিল। কিন্তু বিপদ যে কীভাবে ধীরে ধীরে বড় হচ্ছিল সেই হিসেব শিবা রাখতে পারেনি। মেধাবী মেয়েটি কলেজের সহপাঠী সায়নের সঙ্গে সম্পর্কে জড়াতে থাকে। কিন্তু সায়নের কুমতলব ছিল। তার মনে মেয়েটিকে ভোগ করার বাসনা ছিল। শুধু মেয়েটি নয়, শিবার স্ত্রীও সায়নের লক্ষ্য ছিল। মেয়েটি যখন এইসব কিছু বুঝতে পারে, তখন সময় অনেক পেরিয়ে গিয়েছে। সেখান থেকে আর ফিরে আসা যায় না। এদিকে সায়নের বাবা-মা সমাজের প্রভাবশালী মানুষ। তারা ক্ষমতার অপব্যবহার করে অনেককিছু করে ফেলতে পারে।
গল্প এই ভাবেই এগতে থাকে। হঠাত্ই এক চরম মুহূর্তে শিবার স্ত্রী সায়নকে খুন করে বসে। এই খুনকে একটি দুর্ঘটনা প্রমাণ করার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে শিবা। এদিকে সায়নের বাবা-মা গোয়েন্দা লাগিয়ে তদন্ত প্রভাবিত করার চেষ্টা করে। তারপর কী হয়? জানতে হলে শ্যামল বোস পরিচালিত ‘দৃষ্টি’ ছবিটি দেখতে হবে। কাহিনী চিত্রনাট্যও তাঁর। ছবিতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, বিশ্বজিত্ চক্রবর্তী, পল্লব ঘরামি, সৌমিলী বিশ্বাস, সানা ভট্টাচার্য প্রমুখ। ছবিটি মুক্তি পাচ্ছে আজ, শুক্রবার।
নিজস্ব প্রতিনিধি