শরীর-স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া প্রয়োজন। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। গুপ্তশত্রুতার মোকাবিলায় সতর্কতা প্রয়োজন। উচ্চশিক্ষায় বিলম্বিত সাফল্য।প্রতিকার: ... বিশদ
রায়গঞ্জ শহরের দক্ষিণ প্রান্তে অবস্থিত শ্যামপুর মোড়ের এই রাস্তা দিয়ে স্থানীয় শ্যামপুর, মাড়াইকুড়া, গৌরী, টেনহরি, অভোর, কসবা দেবীনগর, পাড়ারপুকুর, বারিওলঘাট সহ পার্শ্ববর্তী বিহার রাজ্যের কয়েক হাজার মানুষ নিত্যদিন আসা যাওয়া করে। এলাকার ১০-১২টি গ্রামের বাসিন্দাদের রায়গঞ্জ শহরের সঙ্গে যোগাযোগ রক্ষা করার একমাত্র রাস্তা এটি। কিন্তু রাস্তাটি বেহাল হয়ে পড়ে থাকায় স্কুলের ছাত্রছাত্রী অফিসযাত্রী ও সাধারণ মানুষ চরম অসুবিধার মধ্যে পড়ছেন। অন্যদিকে কৃষিজীবী মানুষরাও নিত্যদিন তাদের উৎপাদিত ফসল রায়গঞ্জ শহরে নিয়ে যেতে নানা সম্মুখীন হয়। তাই অবিলম্বে রাস্তা সংস্কারের দাবিতে সোমবার বেহাল রাস্তার উপর ধানের চারা লাগিয়ে বিক্ষোভ দেখায় আন্দোলনকারীরা। এদিন সকাল থেকে রাস্তা গ্রামবাসীরা অবরুদ্ধ করে রাখলেও দুপুর পর্যন্ত কোনও প্রশাসনিক আধিকারিকের দেখা মেলেনি।
অন্যদিকে, এলাকার ভেঙে যাওয়া রাস্তার উপর দিয়ে চলাচল করার জন্য নিজেরাই বাঁশের মাঁচা বানিয়ে তার উপর মাটি ফেলে চলাচলের যোগ্য রাস্তা তৈরি করলেন স্থানীয় বাসিন্দারা। সোমবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইটাহার গ্রাম পঞ্চায়েতের দিগনা গ্রামে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকার কংক্রিটের রাস্তাটির একটি অংশ ধসে পড়েছে। অথচ স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এব্যাপারে কোনও পদক্ষেপ করা হচ্ছে না। তাই নিজেদের উদ্যোগেই বাঁশের মাচা বানিয়ে ওই রাস্তা চলাচলের যোগ্য করা হয়েছে। ইটাহারের বিডিও আবুল আলম আবুদ আনসারি বলেন, ওই রাস্তা ভেঙে যাওয়ার ব্যাপারে কোনও খবর জানা ছিল না। অবিলম্বে ওই রাস্তাটি সংস্কার করে দেওয়া হবে।