শরীর-স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া প্রয়োজন। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। গুপ্তশত্রুতার মোকাবিলায় সতর্কতা প্রয়োজন। উচ্চশিক্ষায় বিলম্বিত সাফল্য।প্রতিকার: ... বিশদ
হল ভাড়া নিয়ে কর্তৃপক্ষ যেমন সতর্ক হচ্ছে, তেমনই এমন ঘটলে তা যাতে বিশ্ববিদ্যালয়ের রেকর্ডে থাকে, তার জন্য পুলিসের মতো নিজস্ব ভিডিও রেকর্ডিং করারও পরিকল্পনা রয়েছে তাদের। আগামী ৩০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির বৈঠকে এনিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে। কেন ভিডিওগ্রাফি করার কথা ভাবছে কর্তৃপক্ষ? বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, বাবুল সুপ্রিয়কে হেনস্তার ঘটনার পর বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় নানা মতামত পোস্ট করা হয়েছে। সব পক্ষই তাদের সমর্থনে সেই সব ভিডিও পোস্ট করেছে। ফলে কোনওটিই নিরপেক্ষ নয়। এই পরিস্থিতিতে আসল ঘটনা কী, তা জানা যাচ্ছে না। কারণ বিশ্ববিদ্যালয়ে কোনও সিসিটিভি নেই। তাই বিশ্ববিদ্যালয় নিযুক্ত কোনও ক্যামেরাম্যান থাকলে, পুরোটাই রেকর্ডিং করা যাবে। তা দেখে দোষীদের চিহ্নিত করতে যেমন সুবিধা হবে, তেমনই প্রকৃত সত্যটাও দেখতে পাবেন কর্তারা।
জানা গিয়েছে, এবার থেকে কোনও রাজনৈতিক সংগঠন বা সংস্থাকে হল ভাড়া দেওয়ার আগে সব বিষয় খতিয়ে দেখা হবে। বিশ্ববিদ্যালয়ে নথিভুক্ত সংগঠনগুলি অনুষ্ঠানের জন্য হল ভাড়া চাইলে তাদের ক্ষেত্রে নিয়ম কিছুটা শিথিল করা হতে পারে। তবে গোলমাল হতে পারে, এমন সম্ভাবনা এড়াতে সব দিক বিবেচনা করেই এবার হল ভাড়া দেওয়া হবে। রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু বলেন, হল ভাড়া নিয়ে কী নিয়ম-বিধি করা যায়, তার ভাবনাচিন্তা চলছে। কর্তারা এনিয়ে আলোচনা করবেন। কর্মসমিতির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
এদিকে, বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, বাবুলকাণ্ডের পর পরিপ্রেক্ষিতে কয়েক মাস কাউকে হল ভাড়া দিতে চাইছে না কর্তৃপক্ষ। তবে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন সংস্থাকে ভাড়া দেওয়া আছে। তাই সেই পদক্ষেপ করা যাচ্ছে না। তাছাড়া কোনও ঘটনায় বিশ্ববিদ্যালয়ে ঢুকে ভাঙচুরের ঘটনা নিয়ে বেশ বিরক্ত কর্তৃপক্ষ। আগামীদিনে কেউ প্রতিষ্ঠানের সম্পত্তি ভাঙচুর করলে, তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার পরিকল্পনা রয়েছে বিশ্ববিদ্যালয়ের। সেক্ষেত্রে সংশ্লিষ্ট মহলে অভিযোগ জানানো হতে পারে বলে খবর।