সোনাক্ষী সিনহা কিছুদিন আগেই জনপ্রিয় টেলিভিশন শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে গিয়েছিলেন। তারপর থেকেই তিনি নেটিজেনদের ট্রোলের শিকার। অমিতাভ বচ্চন সঞ্চালিত এই অনুষ্ঠানে সোনাক্ষীকে ‘রামায়ণ’ থেকে একটি প্রশ্ন করা হয়েছিল। তিনি সেই প্রশ্নের উত্তর না দিতে পেরে সাহায্য নিয়েছিলেন। প্রশ্নটি ছিল, রামায়ণে হনুমান কার জন্য সঞ্জীবনী ঔষধী নিয়ে এসেছিল? এই প্রশ্নের সঙ্গে অপশন দেওয়া হয়েছিল— সুগ্রিব, লক্ষ্মণ, রাম ও সীতা। এইসব নিয়েই ট্রোলড হতে হয় অভিনেত্রীকে। এমনকি সেই অনুষ্ঠানে অমিতাভও বলেন, ‘আপনার বাবার নাম শত্রুঘ্ন। আপনি যে বাড়িতে থাকেন তার নাম রামায়ণ। আপনার সমস্ত কাকাদের নাম রামায়ণের বিভিন্ন চরিত্রদের সঙ্গে মিলিয়ে। আপনি জানেন না যে, লক্ষ্মণের জন্য জরিবুটি কে নিয়ে এসেছিল?’ সোনাক্ষী বলেন, ‘আমার মনে হচ্ছিল কিন্তু কোনও চান্স নিতে চাইনি।’ এই কথপোকথনে সোনাক্ষীর মাকেও দর্শকাসনে বসে হাসতে দেখা যায়।
সেই নিয়ে ট্রোল শুরু করেছেন নেটিজেনরা। তবে সোনাক্ষীও দমে থাকার পাত্রী নন। তিনিও পাল্টা লিখেছেন, ‘প্রিয় ট্রোলার, পিথাগোরাসের উপপাদ্য, মার্চেন্ট অব ভেনিস, নামতা, মুঘল সাম্রাজ্য এবং আর কী কী মনে নেই সেটাও মনে নেই আমার। আপনাদের কাছে যদি কোনও কাজ না থাকে এবং অফুরন্ত সময় থাকে, তাহলে এসব মিম তৈরি করতে থাকুন। আমি মিম ভালোবাসি।’
নিজস্ব প্রতিনিধি