পেশাদারি কাজকর্মে উন্নতি ও আয় বৃদ্ধির যোগ। জ্ঞাতি শত্রুদের থেকে সতর্ক থাকবেন। স্বাস্থ্য খুব একটা ... বিশদ
ছবিটি সেই অর্থে কোনও নায়ক-নায়িকা নির্ভর নয়। এখানে অন্যতম প্রধান চরিত্র সংলাপ। একটি মিউজিক্যাল ব্যান্ডের ভোকালিস্ট ও গীতিকার। চরিত্রটিতে অভিনয় করছেন রাহুল বন্দ্যোপাধ্যায়। ব্যান্ড মেম্বারের চরিত্রে এই প্রথম অভিনয় করছেন তিনি। মল্লিকা সেনগুপ্তর উপন্যাস আগেই পড়া ছিল রাহুলের। উপন্যাস থেকে উঠে আসা বক্তব্যের সঙ্গে একমত রাহুল। বললেন, ‘মহিলাদের সম্মান করতে গেলে আগে নিজের মানসিকতার উত্তরণটা খুব জরুরি।’ একই মত মৌবনি সরকারেরও। মধ্যবিত্ত পরিবারের সৎ, সাধারণ ও দৃঢ়চেতা এক মেয়ে ‘শুভেচ্ছা’র চরিত্রে অভিনয় করছেন মৌবনি। সংলাপের স্ত্রী শুভেচ্ছা। ছবি ও নিজের অভিনীত ভূমিকা নিয়ে মৌবনির ব্যাখ্যা, ‘রাজনৈতিক প্রেক্ষাপটে মানুষ কীভাবে সাদা-কালো মোড়কে নিজেকে পাল্টাতে বাধ্য হচ্ছে, সেই পরিবর্তনের চাপে মানুষ সামাজিকভাবে কীভাবে ক্রমশ মেরুদণ্ডহীন হয়ে পড়ছে, নানা প্রলোভনে বিভ্রান্ত হচ্ছে, নানা মোচড়ে নিজের মনুষ্যত্বটা ভুলতে বসেছে, তারই একটা চিত্ররূপ।’ ‘শহর ইয়ার’ গানের দলের অক্টোপ্যাড প্লেয়ার রিকি দুষ্কৃতীদের হাতে লাঞ্ছিত হয়। কিন্তু সেই বিপর্যয় তাকে দমাতে পারে না। অনেক কষ্টে পাওয়া একটা অনুষ্ঠান যাতে হাতছাড়া না হয়ে যায়, তার জন্য রিকি মানসিক যন্ত্রণাকে লুকিয়ে রেখে স্টিক হাতে বন্ধুদের সঙ্গে নেমে পড়ে মঞ্চে। সেই শটটি দেওয়ার পর রিকি অর্থাৎ দেবলীনা কুমারের প্রতিক্রিয়া, ‘খবরের কাগজ পড়ে একটা মেয়ের প্রতি আমরা সহানুভূতি দেখাতে পারি, খুব জোর কষ্টটা বোঝার চেষ্টা করতে পারি।
কিন্তু সেই মেয়েটির মনের মধ্যে তখন কতটা ঝড় বয়ে চলেছে, সেটা অনুভব করা মনে হয় দ্বিতীয় কোনও ব্যক্তির পক্ষে সত্যিই সম্ভব নয়। সৌভাগ্য যে, আমার জীবনে এমন ঘটনা হয়তো ঘটেনি। কিন্তু রিকি চরিত্রটিতে অভিনয় করার সময় আপ্রাণ চেষ্টা করছি ওই সময়ে একটি বিপর্যস্ত মেয়ের কীরকম মানসিক পরিস্থিতি থাকা সম্ভব, সেটাকে ফুটিয়ে তুলতে।’
এই প্রথম সেই অর্থে ‘রাজনৈতিক ছবি’ করছেন রেশমি। তাও আবার লোকসভা ভোট চলাকালীন। এদিকে, দেবলীনা রাজ্যের শাসক দলের এক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের কন্যা। বিষয়টিকে ‘কাকতালীয়’ আখ্যা দিয়ে পরিচালকের সহাস্য মন্তব্য, ‘ভোটের আবহে এমন রাজনীতির গন্ধ মাখা ছবির শ্যুটিং শুরু আর দেবলীনাকে এই ছবিতে অন্যতম মুখ্য ভূমিকায় নেওয়া, এটা হঠাৎই হয়ে গেল। আমি একজন নতুন মুখের সন্ধানে ছিলাম। দেবলীনা এর আগে সিনেমায় অভিনয় করলেও খুব একটা পুরনো মুখ নয়। সিনেমার গল্পটা রিকিকে কেন্দ্র করেই এগিয়েছে। সেক্ষেত্রে দেবলীনাকে আমার চরিত্রটির জন্য উপযুক্ত বলে মনে হয়েছে।’
ছবির অন্যান্য মুখ্য ভূমিকায় আছেন ঈশান মজুমদার, রায়তি ভট্টাচার্য, অসীম ভাদুড়ি প্রমুখ। সিনেমাটোগ্রাফার বাদল সরকার। সুর দিয়েছেন বাপ্পা অরিন্দম। আউটডোর শ্যুটিং হবে দীঘা, তাজপুর, বোলপুরে। সোনম মুভিজ প্রযোজিত ছবিটি মুক্তি পেতে পারে পুজোর পর।
ছবি: ভাস্কর মুখোপাধ্যায়