পেশাদারি কাজকর্মে উন্নতি ও আয় বৃদ্ধির যোগ। জ্ঞাতি শত্রুদের থেকে সতর্ক থাকবেন। স্বাস্থ্য খুব একটা ... বিশদ
কেন্দ্রের প্রস্তাবিত ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবিতে প্রতিবাদ সভা পরিচালনা করেন সংখ্যালঘু সেলের সভাপতি মোশারাফ হুসেন। কানায় কানায় ভর্তি রানি রাসমনি অ্যাভিনিউর সভায় কল্যানবাবু বলেন, ‘মোদিজি আপনি ভারতের সংবিধানককে সম্মান দেন না। ওয়াকাফ সম্পত্তি কেড়ে নেওয়ার চক্রান্ত করা হচ্ছে। এই বিল ভারতীয় সংবিধানের ২৬ নম্বর ধারাকে আঘাত করছে। এই বিলের মাধ্যমে ধর্মীয় আবেগকে আঘাত করা হচ্ছে।’ তাঁর কথায়, মোদিজি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল তৃণমূল কংগ্রেসকে ভয় দেখাতে পারবেন না। তাঁরা কেন্দ্রের এই নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেই।’
একই ভাবে মোদি সরকারের এই বিলের বিরুদ্ধে লড়াই জোরদার করার আহ্বান জানিয়েছেন ফিরহাদ হাকিমও। বাংলাদেশের ঘটনার নিন্দা করে তিনি বলেন, ‘বাংলাদেশে যা হচ্ছে সেটা অন্যায়! বাংলাদেশের ঘটনা নিয়ে বিজেপি এখানে সাম্প্রদায়িক বিভাজন করার চেষ্টা করছে। ওখানে শুধু সংখ্যালঘুরাই খুন হননি। বর্তমান সরকারের নিষ্ক্রিয়তার জন্যেও অনেকে প্রাণ হারিয়েছেন।’
আন্তর্জাতিক বিষয়ে (বাংলাদেশ প্রসঙ্গে) রাজ্য কেন্দ্রের অবস্থানকেই সমর্থন করবে। এই বিষয়টিও এদিন ফের একবার করে পরিস্কার করে দেন তৃণমূল নেতৃত্ব। তবে, যেকোনও দেশেই সংখ্যাগুরুদের সেদেশের সংখ্যালঘুদের আগলে রাখা উচিত বলেও এদিন একাধিক তৃণমূল নেতার মুখে উঠে আসে।